- দে । শ
- এপ্রিল ২২, ২০২৪
রেখা পাত্রকে নিয়ে নিশীথের মিছিলে শব্দ তান্ডব।ত্রস্ত বসিরহাট, ধর্মীয় উসকানির অভিযোগ তৃণমূলের

মিছিলের রঙ ছিল গেরুয়া। রাম নবমীকে উপলক্ষ্য করে রামনবমী উদযাপন কমিটির বকলমে বিজেপির মিছিল। বসিরহাটে সেই মিছিলে দেখা গেল ‘জয় হিন্দুস্তান’ লেখা ব্যানার। বিজেপি এর আগে দেশের নাম ‘ইন্ডিয়া’ ছেঁটে ফেলে ‘ভারত’ করেছে। এবার বসিরহাটে মিছিলে ‘জয় হিন্দুস্থান’ লেখা ব্যানার নিয়ে মিছিল হল। রাম নবমীর ৪ দিন পরে রবিবার বসিরহাটে রামনবমী উদযাপন কমিটির আহ্বানে রাম নবমীর মিছিল হয়। সেই মিছিলে বিজেপির উত্তরবঙ্গের নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পাশে নিয়ে হেঁটে প্রমাণ করে দিলেন এদিনের মিছিল আদতে বিজেপির শক্তি প্রদর্শনের মিছিল। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। সন্দেশখালির মহিলারা অংশ নেন। তাদের হাতে ব্যানারে লেখা ছিল ‘সন্দেশখালির অসুরবিনাশিনী সৌভাগ্যদায়িনী’। গলায় গাঁদা ফুলের মালা পরে মিছিলে হাটেন মহিলার। আদিবাসীদের মন কাড়তে ধামসা মাদল, পুরুলিয়ার ছৌ, ঝুমুর শিল্পীদের রাথা হয়। বিশাল মিছিলে কিছুদূর অন্তর ম্যাটাডোরে ডিজে বেজেছে শব্দ বিধির তোয়াক্কা না করে। মিছিলের ডিজে–র তান্ডবে বসিরহাট শহর থরহরি কম্প।
মিছিলের পা মিলিয়ে নিশীথ প্রামানিক তৃণমূলকে এক হাত নিলেন। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক জ্ঞান অপরিনত বলে মন্তব্য করেন নিশীথ। নিশীথ বলেন, সন্দেশখালিতে যা ঘটেছে তাতে সিবিআই তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, বসিরহাটে মানুষ জেগে উঠেছে, বিজেপি প্রার্থী রেখা পাত্র জিতবে।’ এদিন মিছিল থেকে উগ্র হিন্দুত্বের স্লোগানে বসিরহাটের সাধারণ মানুষ সিঁদুরে মেঘ দেখছেন। ২০১৭ সালের বসিরহাট দাঙ্গার কথা মনে পড়ে গেছে অনেকেরই। মিছিলে অংশ শামিল নারী পুরুষ সকলের ডিজের তালের উদ্দাম নৃত্য দেখে কারও মনে হয়নি কোন ধর্মীয় মিছিল এই রকম হতে পারে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘নিশীথ প্রামানিক মিছিলে হেঁটে রাম নামকে হেয় করেছেন। মিছিলের চরম উচ্ছৃঙ্খলা মানুষ বুঝেছে বিজেপির সংস্কৃতি কোথায় নেমে গেছে। রামের নামে বিজেপি রাজনীতি করছে। বিজেপি মানুষের মধ্যে হিন্দুত্বের জিগির তুলতে শ্রী রামকে রাস্তায় নামিয়েছে। এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না।’
❤ Support Us