- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২, ২০২৩
পাটনায় সিপিআই-র সভা থেকে নীতীশ কুমার বললেন, কংগ্রেসের গাছাড়া মনোভাব ‘ইন্ডিয়া’র ক্ষতি করছে
বৃহস্পতিবার পাটনায় সিপিআই-র একটি সভা থেকে বিহারের মুখ্যমন্ত্রী ও “ইন্ডিয়া” জোটের অন্যতম সংগঠক নীতীশ কুমার বলেন, “কংগ্রেসের গাছাড়া মনোভাবের জন্য ইন্ডিয়া জোটের ক্ষতি হচ্ছে।” পাটনায় নীতীশ কুমার যখন এই বক্তব্য রাখছেন তখন তাঁর পাশে বসে সিপিআই শীর্ষ নেতা ডি রাজা। প্রসঙ্গত কিছুদিন আগেই ঘটে করে “ইন্ডিয়া” জোটের বৈঠক করে বিজেপিকে দেশের শাসন ক্ষমতা থেকে উচ্ছেদের ডাক দিয়েছিলেন। এবার “ইন্ডিয়া” জোটের সেই কান্ডারির মুখেই জোটের বড় সবচেয়ে সঙ্গী কংগ্রেসের সমালোচনা প্রকাশ্যে ! এর ফলে কী বিজেপি চাওড়া হাসি হাসবে না?
নীতীশ কুমার এদিন জানান, দেশের বর্তমান অবস্থার বিরোধিতার জন্যই জোট গঠন করা হয়েছিল। এর পরেই আক্ষেপের সুরে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “কিন্তু জোটের অগ্রগতি হচ্ছে না। কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে ওরা আগ্রহী হবে।” উল্লেখ্য, বিরোধী জোটের প্রথম বৈঠকের আয়োজন করেছিলেন নীতীশ স্বয়ং। এখন তাঁর গলায় এই কংগ্রেস বিরোধিতা কেমন যেন বেমানান লাগছে !
তবে এদিনের সভা থেকে কংগ্রেসের “গাছাড়া মনোভাব” নিয়ে সমালোচনার পাশাপাশি নীতীশ কুমার বলেন, এখানেও হিন্দু-মুসলমান লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সুখের কথা হল, বিহার সাম্প্রদায়িক অশান্তি মুক্ত। এইসঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে নীতীশ কুমার বলেন, “ওরা দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা সংগ্রামে ওদের যে কোনও অবদান নেই সেটা বিজেপি আড়াল করার চেষ্টা করছে।”
❤ Support Us