Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৯, ২০২৩

২৪-এর লক্ষ্যে, আজ ভুবনেশ্বরে নবীন-নীতিশ বৈঠক

চলতি সপ্তাহেই বৃহস্পতিবার নীতিশ কুমার বৈঠকে বসতে চলেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার এবং শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪-এর লক্ষ্যে, আজ ভুবনেশ্বরে নবীন-নীতিশ বৈঠক

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করতে ফের আসরে নামলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই উদ্দেশ্যে মঙ্গলবার ভুবনেশ্বরে নীতিশ কুমার বৈঠক করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। সম্প্রতি নীতিশ কুমার এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আগামী লোকসভা নির্বাচনের আগে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে একই ছাতার তলায় আনতে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

সূত্রের খবর, এদিন ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকের পরে চলতি সপ্তাহেই বৃহস্পতিবার নীতিশ কুমার বৈঠকে বসতে চলেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার এবং শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে। প্রসঙ্গত, নীতিশ কুমার এবং নবীন পট্টনায়েক দু’জনেই দেশের দুটি রাজ্যে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী হিসেবে আসীন।

এর আগে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারের সঙ্গে যে বৈঠক করেন, ওই বৈঠকে মমতা নীতিশকে প্রস্তাব দেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব যেন একই ছাতার তলায় আসে। এজন্যে বিরোধীদের একত্রে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মমতা।

কবে দেশের বিরোধী রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব বিজেপির মোকাবিলায় বৈঠকে বসবেন, সেসম্পর্কে সূত্রের খবর, ওই বৈঠক হতে পারে কর্ণাটক বিধানসভা নির্বাচন মিটলে আগামী ১৮ মে। দিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী রাজনৈতিক জোট গড়ে্ তুলতে বেশ কিছুদিন ধরেই সক্রিয় নীতিশ কুমার। ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রসঙ্গত, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিতে ঐক্যবদ্ধ করতে নীতিশের মতো সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এখন দেখার, বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতার জেরে বিজেপিবিরোধী জোট গড়ে উঠলে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে খাড়া করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!