- এই মুহূর্তে
- জানুয়ারি ২০, ২০২২
পলিটব্যুরোর বৈঠক শেষে উত্তর কোরিয়ার ঘোষণা, পরমানু মিসাইল পরীক্ষা আবার শুরু হবে ।
শাসকগোষ্ঠীর পলিটব্যুরোর বৈঠকের পর উত্তর কোরিয়া বলেছে, সাময়িকভাবে স্থগিত দূরপাল্লার মিসাইল পরীক্ষা আবার শুরু হবে । প্রেসিডেন্ট কিম জং উনের সভাপতিত্বে গত বুধবার এই বৈঠক হয়ছে । গত কয়েক দিনের মধ্যে পরপর চারবার পরীক্ষামূলক ভাবে পরপর চারবার উত্তর কোরিয়া মিসাইল উৎক্ষেপণ করেছে । তারপরই প্রথম প্রকাশ্যে পরমানু বোমা পরীক্ষার কথা ঘোষণা করল । ভূতপূর্ব প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রামের জামানায় পরমানু বোমা গবেষণা স্থগিত রাখা হয়। সম্প্রতি মিসাইল পরীক্ষা নিয়ে জো বাইডেন প্রশাসনের হম্বিতম্বিতে কিম প্রশাসন নতুন তৎপরতা শুরু করে । উত্তর কোরিয়ার পলিট ব্যুরো বলেছে, সামরিক শক্তিকে উজ্জ্বীবিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইরানের পরমানু গবেষণা আর উত্তর কোরিয়ার শক্তিধর মিসাইল উৎক্ষেপণ আমেরিকার মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে । দু দেশের পেছনেই রয়েছে চিন। অথএব তারা সহজে থামবে না । যাবতীয় নিষেধাজ্ঞা লঙ্খণ করে বোমা ও মিসাইল পরীক্ষা অব্যাহত রাখবে ।
❤ Support Us