Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৯, ২০২৪

দিল্লি হাইকোর্টেও পরিত্রান পেলেন না ব্রিজ ভূষণ, মামলা বাতিলের আবেদন খারিজ

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি হাইকোর্টেও পরিত্রান পেলেন না ব্রিজ ভূষণ, মামলা বাতিলের আবেদন খারিজ

বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের দায়ের করা যৌন হয়রানির মামলাটি খারিজ করার আবেদন করেছিলেন। দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার সেই আবেদন নাকচ করে দিয়েছে। আদালত ব্রিজ ভূষণের আইনজীবীকে সংক্ষিপ্ত নোট জমা দিতে বলেছে।
ব্রিজ ভূষণ এফআইআর, চার্জশিট এবং মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। তিনি অভিযোগ করেন যে, তদন্ত পক্ষপাতদুষ্টভাবে করা হয়েছিল। ব্রিজ ভূষণের দাবি, কুস্তিগীররা তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়ে মিথ্যা অভিযোগ করেছে। অভিযোগের সত্যতা যাচাই না করে ট্রায়াল কোর্টে চার্জশিট দাখিল করা হয়েছিল।
বিচারপতি নীনা বনসাল কৃষ্ণ বলেন, অভিযোগের ভিত্তিতে চার্জশিট গঠন করা হলে সবকিছু বাতিল করা যায় না। তিনি মন্তব্য করেন, ‘‌সব বিষয়ে সর্বসম্মত নির্দেশ হতে পারে না। আপনি যদি অভিযোগ বাতিল করতে চাইতেন, তাহলে আপনি আগেই আবেদন করতে পারতেন। একবার বিচার শুরু হয়ে গেলে, এভাবে আবেদন করা যায় না।’‌ হাইকোর্ট যৌন হয়রানির মামলা সংক্রান্ত সব অভিযোগের একটি সংক্ষিপ্ত নোট তৈরি করা জন্য ব্রিজ ভূষণের আইনজীবীকে ২ সপ্তাহ সময় দিয়েছে। ২৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
৬ জন মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে, দিল্লি পুলিশ ২০২৩ সালের মে মাসে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে কায়সারগঞ্জের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ২১ মে ট্রায়াল কোর্ট ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হয়রানি, ভয় দেখানো এবং মহিলাদের শালীনতা ক্ষুব্ধ করা সহ একাধিক অভিযোগে চার্জশিট গঠন করে। আদালত সহঅভিযুক্ত এবং প্রাক্তন ডব্লিউএফআই সহ–সচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ এনেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!