Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১, ২০২৩

৩ কোটি ১৮ লক্ষ টাকা বিল বাকি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রায়পুরে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ জেনারেটরে

আরম্ভ ওয়েব ডেস্ক
৩ কোটি ১৮ লক্ষ টাকা বিল বাকি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রায়পুরে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ জেনারেটরে

ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেও ছিল চরম অনিশ্চয়তা। অবশেষে বিদ্যুৎ ছাড়াই রায়পুরে অনুষ্ঠিত হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া চতুর্থ টি২০ ম্যাচ। জেনারেটরের সাহায্যে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চালানো হচ্ছে। তবে ড্রেসিংরুম ও স্টেডিয়ামের কিছু অংশের জন্য অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছে।
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে ১৪ বছর ধরে বিদ্যুতের বিল জমা করেনি ছত্তিশগড় ক্রিকেট সংস্থা। বিদ্যুতের বিল বাবদ বাকি ৩ কোটি ১৮ লক্ষ টাকা। বিল জমা না দেওয়ায় ৫ বছর আগে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। ২০০৮ সালে এই স্টেডিয়ামটি তৈরি হয়। গত ১৫ বছরে মাত্র একটাই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। চলতি বছরের জানুয়ারি মাসে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ওই ম্যাচটিও জেনারেটেরের সাহায্যে হয়েছিল।
নৈশালোকে ম্যাচ আয়োজনের জন্য রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে জেনারেটর ব্যবহার করা হয়। ভারত–অস্ট্রেলিয়া চতুর্থ টি২০ ম্যাচেও ফ্লাডলাইটের জন্য জেনারেটরের ব্যবস্থা করেছে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থা। তবে গ্যালারি, ড্রেসিংরুম ও বক্সের জন্য অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ২০০৮ সালে এই স্টেডিয়াম নির্মাণের পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া পূর্ত বিভাগকে। বাকি ব্যয়ভার বহন করার দায়িত্ব  ক্রীড়া বিভাগের। বিদ্যুৎ সরবরাহ সংস্থার পক্ষ থেকে পূর্ত ও ক্রীড়া বিভাগকে বকেয়া পরিশোধের জন্য বেশ কয়েকবার নোটিশ দিলেও কেউ ভ্রুক্ষেপ করেনি।  বকেয়া বিদ্যুৎ বিলের জন্য দুই পক্ষ একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!