Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৩

মোদি অবমাননা মামলায় এখনই রেহাই নয় রাহুলকে । ৪ জুনের পর রায় দান, জানাল গুজরাট হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদি অবমাননা মামলায় এখনই রেহাই নয় রাহুলকে । ৪ জুনের পর রায় দান, জানাল গুজরাট হাইকোর্ট

এবার গুজরাট হাইকোর্টে ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি অবমাননার দায়ে কিছুদিন আগে রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। এরপর গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধি। রাহুলের আইনজীবী গুজরাট হাইকোর্টে আবেদন করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননায় রাহুলের বিরুদ্ধে দন্ডাজ্ঞা জারি হয়েছে, তাতে অন্তবর্তী স্থগিতাদেশ জারি হোক। এদিকে গুজরাট হাইকোর্ট এই আবেদনের জেরে এখনই কোনও নির্দেশ দিতে নারাজ। বলাবাহুল্য, এর ফলে রাহুল গান্ধির বিপদ কাটল না। বরং বিষয়টি ঝুলে রইল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি উল্লেখ করে তাঁকে অবমামনার করার দায়ে ইতিমধ্যেই সুরাটের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সুরাটের আদালত রাহুলকে দু’বছরের জন্যে কারাদণ্ডে দণ্ডিত করেছে।

সূত্রের খবর, রাহুলের বিরুদ্ধে যে দণ্ডাজ্ঞা জারি হয়েছে, সেই ব্যাপারে গুজরাট হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের আগে পর্যন্ত অন্তবর্তী স্থগিতাদেশের আবেদন করেন রাহুলের আইনজীবী। এব্যাপারে গুজরাট হাইকোর্ট জানিয়েছে, গ্রীষ্মাবকাশের পরে আগামী ৪ জুন রাহুলের ওই আবেদন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগের শুনানিতে গত ২৯ এপ্রিল রাহুলের আইনজীবী আদালতে জানান, সুরাট আদালত জামিনযোগ্য অপরাধে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে দু’বছরের জন্যে কারাদণ্ডে দণ্ডিত করায় আদতে ক্ষতিগ্রস্ত রাহুল। শুধুমাত্র তাই নয়, সাংসদ রাহুল যে সমস্ত মানুষের প্রতিনিধি ক্ষতির মুখে কিংবা সমস্যায় পড়বেন তাঁরাও।

রাহুলের আইনজীবী আদালতে এও জানিয়েছেন, রাহুল গান্ধি মোটেও গুরুতর কোনও অপরাধ করেননি। এখন দেখার, গরমের ছুটির পর আদালত খুললে গুজরাট হাইকোর্ট বিষয়টি নিয়ে কী নির্দেশ দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!