- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১২, ২০২৪
রাজকোট টেস্ট থেকেও ছিটকে গেলেন লোকেশ রাহুল, অভিষেক হতে পারে সরফরাজের
চোটের ধাক্কা থেকে ভারত যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে চোটের জন্য খেলতে পারেননি লোকেশ রাহুল। ওই টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন শ্রেয়স আয়ার। চোট সারিয়ে রাহুলের তৃতীয় টেস্টে খেলার কথা ছিল। নির্বাচকরা দলেও রেখেছিলেন। কিন্তু পুরো ফিট না হওয়ার রাজকোট টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুল। তাংর পরিবর্তে দলে ডাকা হয়েছে কর্ণাটকের দেবদত্ত পাড়িক্কলকে।
হায়দরাবাদে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্তে অভিষেক হয় রজত পতিদারের। চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়ে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যান রাহুল। অনেকটা সুস্থ হয়ে ওঠেন। বাকি তিনটি টেস্টের জন্য তাঁকে দলেও রাখা হয়েছিল। কিন্তু তাঁর খেলাটা নির্ভর করছিল বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। চিকিৎসকরা রাহুলের খেলার ব্যাপারে সবুজ সংকেত দেননি।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজকোটে তৃতীয় টেস্ট শুরু। বিশ্রাম কাটিয়ে সোমবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল। রাজকোট টেস্টে প্রথম একাদশে কয়েকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফিট হলে জাদেজা খেলবেন। এছাড়া সরফরাজ খানেরও টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। কেএস ভরতের পরিবর্তে উত্তরপ্রদেশের উইকেটকিপার–ব্যাটার ধ্রুব জুরেলেরও অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
❤ Support Us