- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
বেকহ্যাম, জিদানদের পাশে বসে দলের হার দেখলেন মেসি

লিওনেল মেসি মাঠে নেই। সাফল্যও নেই ইন্টার মায়ামির। আপাতত এটাই বাস্তব সত্যি। ইউএস ওপেন কাপের ফাইনালে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। হিউস্টন ডায়নামোর কাছে ২–১ ব্যবধানে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ইন্টার মায়ামিকে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদানদের সঙ্গে দলের হার দেখলেন মেসি।
দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে মাংশপেশীতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তাই ইউএস ওপেন ফাইনালে তাঁকে হিউস্টন ডায়নামোর বিরুদ্ধে দলে রাখেননি ইন্টার মায়ামির কোচ জেরার্ড মার্টিনো। মেসির না থাকার প্রভাব ম্যাচে বারবার ফুটে উঠেছে। শুধু মেসি নন, চোটের জন্য জর্ডি আলবাও ফাইনালে ছিলেন না। ফলে অনেকটা খোলা মনে খেলতে পেরেছে হিউস্টন ডায়নামোর রক্ষণভাগ।
ম্যাচের শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে ২৪ মিনিটে দুর্দান্ত প্রতি আক্রমণ থেকে গোল করে হিউস্টনকে এগিয়ে দেন গ্রিফিন ডোরসে। ৯ মিনিট পর পেনাল্টি থেকে হিউস্টনের হয়ে দ্বিতীয় গোলটি করেন আমিন ব্যাসি। প্রথমার্ধে ম্যাচের পল ছিল ২–০। বিরতির পর মায়ামির জালে আরও একবার বল পাঠিয়েছিল হিউস্টন। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল হয়। ম্যাচের ইনজুরি সময়ে মায়ামির হয়ে ব্যবধান কমান জোশেফ মার্টিনেজ।
এদিন মাঠে ঠোকার সময় দর্শকদের দিকে হাত নাড়েন মেসি। ভিভিআইপি গ্যালারিতে বেকহ্যাম, জিদানদের পাশে বসে খেলা দেখেন। রিয়েল মাদ্রিদের একসময়ের সতীর্থ জিদানকে স্বাগত জানান ইন্টার মায়ামির অন্যতম মালিক বেকহ্যাম। এদিন মাঠে ছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোও।
❤ Support Us