শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম খালিন বলেছেন, তুরস্কের নিজস্ব স্বার্থ বিবেচনা করেই যে কোনো ব্যবস্থা নিতে হবে। রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য তূতীয় পক্ষ জরুরি। সবাই যদি দুই শিবিরে ভাগ হয়ে যায় তাহলে মস্কোর সঙ্গে আলোচনা কে করবে ? এ জন্যই আমরা কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না।
আঙ্কারা এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে তুরস্কের ক্ষতি হয়। আমাদের পর্যটন, প্রাকৃতিক গ্যাস ও কৃষি খাতের কথা বিবেচনায় করে আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইনা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34