- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২২, ২০২৪
ভিনেশের আবেদন ব্যর্থ, ৫ কুস্তিগীরের অনুরোধে ট্রায়াল বাতিল করল ফেডারেশন

প্যারিস অলিম্পিকের জন্য কোনও বাছাই ট্রায়াল হবে না। দেশের জন্য যারা কোটা জিতেছেমন, সেই ৬ জন কুস্তিগীরই প্যারিসে প্রতিদ্বন্দ্বিতা করবে। এমনই জানিয়ে দিয়েছে ভারতের কুস্তি ফেডারেশন। অর্থাৎ টোকিও অলিম্পিকে রুপোজয়ী রবি দাহিয়ার প্যারিসে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল।
মহিলাদের ৫০ কেজি বিভাগে ভিনেশ ফোগাট, ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্গাল, ৭৬ কেজি বিভাগে রীতিকা হুডা, ৬৮ কেজি বিভাগে নিশা দাহিয়া এবং ৫৭ কেজি বিভাগে অংশু মালিক প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন। আর পুরুষদের বিভাগে ৫৭ কেজি ফ্রিস্টাইলে শুধুমাত্র আমন সেহরাওয়াত (৫৭ কেজি) অলিম্পিক কোটা অর্জন করেছেন। রবি দাহিয়া নির্বাচনের ট্রায়ালে আমনকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। হাঁটুর চোট থেকে ফিরে আসা রবি দাহিয়া প্যারিস অলিম্পিকের জন্য দুটি যোগ্যতা অর্জন প্রতিযোগিতার জন্য বাছাই ট্রায়ালে আমনের কাছে হেরেছিলেন।
ভিনেশ ফোগাট চেয়েছিলেন ৫৭ কেজি বিভাগে অলিম্পিকে নামতে। ট্রায়ালে তিনি এই ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্ত ভারতীয় কুস্তি ফেডারেশন ট্রায়াল বাতিল করে দেওয়ায় ভিনেশকে ৫০ কেজি বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যে বিভাগে তিনি অলিম্পিক কোটা জিতেছিলেন। ভিনেশ গত সপ্তাহে ফেডারেশনকে ট্রায়ালের তারিখ ঘোষণা করতে বলেছিলেন। অন্য পাঁচজন কুস্তিগীর ট্রায়াল ছাড়াই প্যারিসের জন্য তাঁদের নির্বাচন বিবেচনা করার জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন।
ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং বলেছেন, ‘৫ জন কুস্তিগীর ট্রায়াল না করার জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছিল। কারণ, ট্রায়াল আয়োজন করলে তাদের প্রস্তুতিতে প্রভাব পড়ত। ওদের ওজন কমাতে হবে। পাশাপাশি ট্রায়ালের দিকে মনোনিবেশ করতে হবে। যেহেতু প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতির সময় খুবই কম, তাই নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রস্তুতিকে প্রভাবিত করবে না। অলিম্পিক দলের জন্য কোটা বিজয়ীরাই প্যারিসে যাবে।’
❤ Support Us