- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৮, ২০২৪
সন্দেশখালির শাহজাহান এখনও অধরা, খোঁজ জানে না পরিবার, দলীয় নেতৃত্ব। কর্মাধ্যক্ষের দায়িত্ব নিজের হাথে তুলে নিলেন নারায়ণ
কেউই আইনের উর্ধে নন, বলেছেন পুলিশের ডিজি
সন্দেশখালির শাহজাহান এখনও অধরা। তিনি কোথায় জানে না তাঁর পরিবার ও দলীয় নেতৃত্ব । শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেছেন, দাদা কোথায় আমরা জানিনা। তৃণমূলের স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, দলের সর্বোচ্চ মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য একরকম নয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।‘ ইতিমধ্যে ফেরার শাহজাহান জেলাপরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের কর্মাধক্ষ্যের পদ হারিয়েছেন।তাঁর কাজকর্ম দেখবেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী।
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন, “সঠিক সময় শাহজাহান আদালতের দ্বারস্থ হবেন। তিনি সন্দেশখালিতেই রয়েছেন।”
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য অন্যরকম —- ‘এই যে কেউ কেউ বলছেন যে শেখ শাহজাহান পালিয়ে আছে, তাঁকে সাহায্য করছে তৃণমূল, এসব কথা ভিত্তিহীন। শাহজাহান ভিলেন কি ভিলেন নয়, সেটাও দল জানে না। দলের কাছে শাহজাহান সম্পর্কিত কোনও খবর নেই।‘
❤ Support Us