Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২১, ২০২৩

ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার জন্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের তীব্র নিন্দা গাভাসকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার জন্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের তীব্র নিন্দা গাভাসকারের

ফলোয়ার বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা মন্তব্য করার ব্যাপারে সিদ্ধহস্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। আর ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার জন্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের তীব্র নিন্দা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। পাশাপাশি তিনি এও মনে করছেন, তাঁদের এই মন্তব্য দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বৈধতার সৃষ্টি করেছে।
ক্রিকেটারদের নীচে টেনে নিয়ে আসার জন্য সংবাদমাধ্যমকে দায়ী করেছেন গাভাসকার। বিশেষ করে তাঁর ইঙ্গিত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের দিকে। গাভাসকারের দাবি, সোশ্যাল মিডিয়ায় আকর্ষণ টানার জন্য ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে সবসময়ই নেতিবাচক মন্তব্য করে থাকেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। গাভাসকার ‘‌মিড ডে’‌–তে নিজের কলামে লিখেছেন, ‘‌ক্রিকেটারদের নীচে টেনে নামানোর ব্যাপারে মিডিয়া সিদ্ধহস্ত। বিশেষ করে অনলাইন মিডিয়া। অনলাইন মিডিয়ার চোখ বেশি পরিমাণ ফলোয়ার পেতে। তাই ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে যা কিছু ওরা করে সমস্ত কিছু পাবলিক ডোমেনে চলে যায়। সেগুলো ভারতীয় ক্রিকেটারদের অনেক ছোট করে। সবথেকে দুঃখের বিষয়, বিশেষ করে যখন সীমান্তের ওপারের প্রাক্তন ক্রিকেটারদের মতামত ভারতীয় অনলাইন মিডিয়াতে চলে আসে। ওরা জানে যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া পাওয়া যাবে, তাদের প্রিয় ক্রিকেটারদের রক্ষা করার ব্যাপারে। আর তাতে সীমান্তের ওপারের প্রাক্তন ক্রিকেটারদের অনুগামীও বাড়বে।’‌
পাশাপাশি গাভাসকার জানিয়েছেন যে, আইপিএল বিশ্বব্যাপী বিভাজন কমিয়ে তুলতে সাহায্য করেছে। তা সত্ত্বেও তিনি ব্যতিক্রমের কথা উল্লেখ করেছেন। আর সেটা পাকিস্তানেরকে নিয়েই। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলের পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিচ্ছেন না। এই ব্যাপারে গাভাসকার বলেন। ‘‌আইপিএল শুরু হওয়ার পর থেকে ক্রিকেটারদের মধ্যে বিদ্বেষ অনেকটাই কমে গেছে। তবে তীব্রতা একটুও কমেনি। একই ড্রেসিংরুম, হোটেল ভাগ করে নেওয়া, খেলার জন্য ছয় সপ্তাহ ধরে দেশের বিভিন্ন ভেনুতে ভ্রমণ করা, ক্রিকেটারদের একে অপরকে আরও ভালভাবে জানতে, বিভিন্ন সংস্কৃতি ও মানসিকতা এবং খেলার পদ্ধতি বুঝতে সাহায্য করেছে। যদিও ক্রিকেটারদের মধ্যে মাঝে মাঝে অশ্লীল কথাবার্তার আদান-প্রদান হয়। ক্ষোভ–বিক্ষোভের সঞ্চার হয়। যদিও এই ধরনের মানসিকতা থাকে, তাহলে তা সেই সব ক্রিকেটারদের মধ্যে, যারা আইপিএল খেলে না। এছাড়া কেউ কেউ বিশ্বাস করেন যে তাদের কৃতিত্ব ভারতীয় ক্রিকেটারদের থেকে অনেক বেশি। অথচ তারা আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের তুলনায় কম টাকা পায়।’‌


  • Tags:

Read by: 84 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!