Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৩, ২০২৩

সাপের বিষ সরবরাহের অভিযোগে এলভিশের বিরুদ্ধে এফআইআর, অস্বীকার ইউটিউবারের

আরম্ভ ওয়েব ডেস্ক
সাপের বিষ সরবরাহের অভিযোগে এলভিশের বিরুদ্ধে এফআইআর, অস্বীকার ইউটিউবারের

একটি রেভ পার্টিতে তিনি সাপের বিষ সরবরাহের ঘটনায় জড়িত, এই অভিযোগের ভিত্তিতে ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউটিউবার এলভিশ যাদব। এই প্রসঙ্গে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে এলভিশ যাদব দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।

আমি ঘুম থেকে উঠে মিডিয়ায় আমার গ্রেফতারির খবর শুনেছি। আমার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কোনওটাই সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যা। অভিযোগের ১ শতাংশও সত্যি নয় বলে ইউটিউবারের দাবি। তিনি বলেন, “আমি উত্তরপ্রদেশ পুলিশকে সহযোগিতা করতে ইচ্ছুক। আমি উত্তরপ্রদেশ সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ করছি এই ঘটনায় আমি ০.১% জড়িত থাকলেও আমি সম্পূর্ণ দায়িত্ব নিতে ইচ্ছুক। যতক্ষণ পর্যন্ত আমি দোষী এটা প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও ভূল তথ্য না ছড়াতে। এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

এর আগে উত্তরপ্রদেশের বন দফতর এবং নয়ডা পুলিশ নয়ডার সেক্টর ৫১, স্যাফরন ভিলায়, একটি যৌথ অভিযান চালায় এবং একটি রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগে এই গ্যাংটিকে খতম করে।

উত্তরপ্রদেশ পুলিশ বলছে, ” নয়ডা সেক্টর ৪৯ থানায় ইউটিউবার এবং বিগ বস বিজয়ী এলভিশ যাদব সহ ছয়জনের বিরুদ্ধে এফআইআর নথিভূক্ত হয়েছে রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার জন্য। তারা সাপের বিষ সরবরাহ করে মোটা অংকের অর্থ তার বিনিময়ে সংগ্রহ করত। এই অভিযানে নয়টি সাপও উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ ব্যাঙ্কোয়েট হল থেকে রাহুল,তিতুনাথ,জয়করণ,নারায়ণ এবং রবিনাথ নামের পাঁচজনকে গ্রেফতার করেছে। যেখানে এই রেভ পার্টি হচ্ছিল সেখান থেকে পাঁচটি কোবরা সাপ, একটি লাল সাপ এবং একটি অজগর সাপ সহ আরও দুটি সাপ পুলিশ উদ্ধার করেছে।

পিপল ফর অ্যানিমেলের দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে এফআইআর অনুসারে এলভিশ যাদব নামে একজন ইউটিউবার নয়ডায় সাপের বিষ এবং জীবন্ত সাপ সরবরাহ করছিল এবং এনসিআর ফার্মহাউসে অন্যান্য গ্যাং সদস্য/ইউটিউবারদের সঙ্গে ভিডিও তৈরি করছিল এবং তারা এসব জিনিস সংগ্রহ করে বেআইনি ভাবে রেভ পার্টির আয়োজন করেছিল বলেও জানা গেছে। অভিযোগ, তারা নিয়মিত বিদেশী মেয়েদের আমন্ত্রণ জানিয়ে সাপের বিষ ও নেশা জাতীয় দ্রব্য সেবন করত। রাহুল তার সহযোগি হিসাবে কাজ করত।

এফআইআর-এ বলা হয়েছে, “আমাদের একজন তথ্য সরবরাহকারী এলভিশ যাদবের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে রেভ পার্টির আয়োজন করতে কোবরা ভেনাম চেয়েছিলেন। এলভিশ রাহুল নামের একজনের সঙ্গে যোগাযোগ করার জন্য বলে, আমরা যোগাযোগ করি। রাহুল আমাদের বলে, আমাদের যেখান থেকে খুশি সেখান থেকেই সাপের বিষ সংগ্রহ করতে পারি। তারপর তিনি সাপের বিষ নিয়ে সেক্টর ৫১-র ব্যাঙ্কোয়েটে আসে। নয়ডা পুলিশ তখন ডিএফও সহ ওই অনুষ্ঠানস্থলে আসে এবং আয়োজকদের গ্রেফতার করে।

বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ এর ৯,৩এ,৪৮এ,৪৯,৫০,৫১ এবং আইপিসি-র ১২০-বি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
জেলা বন কর্মকর্তা পরমোদ কুমার বলেন, ” বন বিভাগ,পুলিশ এবং পিএফএ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। সাপ উদ্ধার করা হয়েছে। পিএফএ এই বিষয়টির উপর বহুদিন ধরে নজরদারি রেখেছিল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের জন্য মোটা অংকের টাকা নিত। অভিযুক্তদের কাছ থেকে ২০ থেকে ২৫ মিলি নেশাজাতীয় বিষও উদ্ধার করা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!