- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১৭, ২০২২
যৎসামান্য প্রসাধনীতেও মোহময়ী তিনি

এক দিকে উন্মোচিত কাঁধ, অন্য কাঁধ আবৃত এলোচুলে৷ মৃদু গোলাপি পোশাকে, সামান্য প্রসাধনীতে নোরা ফতেহির রূপ যেন স্বর্গীয় । নায়িকার ক্লোজ আপ শট সব সময়ই মনোমুগ্ধকর৷ নামমাত্র প্রসাধনীতে তাঁরে ব্যক্তিত্বে ধরা পড়ে তাঁর ঔজ্জ্বল্য । স্মোকি আই এবং আর্দ্র গোলাপি ঠোঁটে কখনও তিনি মোহময়ী। আবার সাদা-দুধের মতো পোশাকে তিনি যেন শিউলি-জুঁই ফুলের মতোই তরতাজা৷ রঙীন চুলে নোরা যেন ঝলসানো আগুন । ঢেউ খেলানো চুলের সঙ্গে আধুনিক নক্সার অলঙ্কার এবং যৎসামান্য প্রসাধনীতে নোরা ফতেহি কেতার প্রতিমূর্তি৷ একদিকে উন্মোচিত কাঁধ, অন্য কাঁধ আবৃত এলোচুল৷ মৃদু গোলাপি পোশাকে নোরা যেন স্বর্গীয় দেবী৷
❤ Support Us