Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৩, ২০২৪

ডেঙ্গি প্রতিরোধে এবার ড্রোন উড়িয়ে মশা নিধন

আরম্ভ ওয়েব ডেস্ক
ডেঙ্গি প্রতিরোধে এবার ড্রোন উড়িয়ে মশা নিধন

ডেঙ্গি মোকাবিলায় ড্রোনের সাহায্য নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলায় ডেঙ্গির প্রকোপ দিন দিন বাড়ছে। বনগাঁ, বসিরহাট, বারাসত সহ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে শহরাঞ্চল গুলিতে বর্ষার পড়তেই জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সব জ্বর যে ডেঙ্গি কিংবা ম্যালেরিয়া তা নয়। ভাইরাস ঘটিত জ্বর হচ্ছে এই সময়। তবে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর মানুষকে সচেতন করারা পাশাপাশি মশার লার্ভা নিধনে নেমেছে। এবারেই উত্তর ২৪ পরগনা জেলায় প্রথম ড্রোনের ব্যবহার করা হচ্ছে ডেঙ্গি মোকাবিলায়। রাজ্য সরকারের কৃ্ষি বিপনন বিভাগের অধীনে উত্তর ২৪ পরগনা নিয়ন্ত্রিত বাজার কমিটি দ্বারা ডেঙ্গি প্রতিরোধ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে বিভিন্ন ব্লকে। জেলায় প্রথমবার ডেঙ্গি নিয়ন্ত্রণে ড্রোন উড়িয়ে লার্ভিসাইড স্প্রে করে হয়েছে মশার বংশ বৃদ্ধি রোধে। সেই সঙ্গে বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমিকদের নিয়ে বিভিন্ন বাজার এলাকা, নিকাশি নালা পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জেলার আমডাঙা ব্লকে গাদামারা হাটে সম্প্রতি ড্রোনের সাহায্যে লার্ভিসাইড ছিটানোর কাজে এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে। রাজ্য সরকারের কৃ্ষি বিপনন বিভাগের অধীনে উত্তর ২৪ পরগনা নিয়ন্ত্রিত বাজার কমিটি তরফে বলা হয়েছে, অনেক এলাকা আছে সেখানে মেশিন নিয়ে গিয়ে মশা নিধনে কীটনাশক ব্যবহার করা সম্ভব নয়। তাই সেই সব আবর্জনা বা নিকাশি নালায় ওপর থেকে ড্রোন উড়িয়ে স্প্রে করা হয়েছে। এতে ভালো ফল পাওয়া গেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ড্রোনের সাহায্যে মশা নিধনের কাজে রাজ্য সরকারের কৃ্ষি বিপনন বিভাগ তাদের প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!