Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩০, ২০২৪

ঝড়ো বৃষ্টিতে উত্তরবঙ্গ বিপর্যস্ত । জলের গর্জনে ফুঁসছে তিস্তা , প্লাবিত বিস্তীর্ণ এলাকা। জারি সতর্কতা।

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝড়ো বৃষ্টিতে উত্তরবঙ্গ বিপর্যস্ত । জলের গর্জনে ফুঁসছে তিস্তা , প্লাবিত বিস্তীর্ণ এলাকা। জারি সতর্কতা।

উত্তরবঙ্গের জেলায় জেলায় আছড়ে পড়ল ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টি । অসংখ্য গাছ, ঘর বাড়ি , বিদ্যুতের খুঁটি ভেঙে তছনছ । রাস্তাঘাটে যান আটক, ক্ষয়ক্ষতি ব্যাপক। বৃষ্টির দাপটে বাড়ছে জলস্তর তিস্তা ও অন্যান্য নদীর । বন্যার আশঙ্কায় তড়িঘড়ি সতর্কতা জারি করল প্রশাসন । কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে , আগামী পাঁচ দিন টানা বৃষ্টি হবে। সঙ্গে উথালপাথাল ঝড়।
তুফানগঞ্জে দুপাশের গাছ উপড়ে পড়ে অবরুদ্ধ রাজ্য সড়ক । ক্ষতিগ্রস্ত অন্তত ৫০ টি বাড়ি । জলমগ্ন শিলিগুড়ির একাংশ । নাককাটি গঞ্জ  এলাকায় বিদ্যুৎ ছিন্ন। ওপর থেকে স্রোতের গর্জন তুলে নীচে গড়িয়ে পড়ছে খরস্রোতা তিস্তা । তিস্তার শাখা – উপশাখা জলস্তর ক্রমশ বাড়ছে । বন্যার আশঙ্কায় সন্ত্রস্ত নদীতীরের জনপদ । ভাসছে গ্রামের পর গ্রাম, শস্যক্ষেত ও ছোট বড় রাস্তা । প্রশাসন ও বিপর্যয় দপ্তর যাবতীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত। খবর নিচ্ছে নবান্ন। জলপাইগুড়ির নাথুয়ার চরে তিস্তা বেসামাল। তার জলস্তর আরও বাড়তে পারে। বিপদ বাংলাদেশেও ঢুকে পড়ছে।
প্রতি বছর বর্ষায় প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্ষেতের ফসল , ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবিয়ে দেয়। সিকিমের একাধিক বাঁধ টপকে জল সমতলে ঝাঁপিয়ে পড়ে। আবার শুখা মরশুমে ভিন্নতর চেহারা নেয়। তার রূপ আর কুরূপের শিকার হয় প্রকৃতি ও মানুষ। যে নদী উত্তরবঙ্গের প্রাণ, সে নদীই তার জীবন হরনের উৎস হয়ে ওঠে। নদীকে বাগে আনবার যথাযোগ্য ব্যবস্থাপনা কোথায়? তার সন্ত্রাশ রুখতে কেন এত টালবাহানা ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!