Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৮, ২০২২

শিলংয়ে বসবে নর্থ ইস্ট অলিম্পিকের আসর, আর্থিক পুরস্কার ঘোষণা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
শিলংয়ে বসবে নর্থ ইস্ট অলিম্পিকের আসর, আর্থিক পুরস্কার ঘোষণা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর মেঘালয়ের শিলংয়ে বসবে নর্থ ইস্ট অলিম্পিক গেমসের আসর। এবছর এই প্রতিযোগিতায় সবথেকে বড় দল পাঠাচ্ছে নাগাল্যান্ড। মোট ৩০৫ জন ক্রীড়াবিদ নাগাল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন। নর্থ ইস্ট অলিম্পিকে পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও।
২০১৮ সালে প্রথমবার নর্থ ইস্ট অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রথম আসর বসেছিল মনিপুরের ইম্ফলে। ঠিক হয়েছিল ২ বছর পরপর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২০২০ সালে অরুণাচল প্রদেশে নর্থ ইস্ট অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য প্রতিযোগিতা স্থগিত রাখা হয়। এবছর মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিত হচ্ছে।
নর্থ ইস্ট সাংগঠনিক কমিটি, ক্রীড়া ও যুব কল্যান দপ্তর ও নর্থ ইস্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মেঘালয়কে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছিল। উত্তর–পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে মেঘালয়ের পরিকাঠামো সবথেকে ভাল। তাই এই রাজ্যকে প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় ধরে নর্থ ইস্ট অলিম্পিক গেমসের জন্য যথাযথভাবে প্রস্তুতি নিয়েছে মেঘালয়। এবছর ৫০ তম বর্ষে পা দিয়েছে মেঘালয়। তাই বিশেষভাবে প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।
প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেমসে ২০০০ ক্রীড়াবিদ ১২টি ইভেন্টে অংশগ্রহন করেছিলেন। এই বছর অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার প্রায় ৪০০০ ক্রীড়াবিদ ১৮টি অলিম্পিক স্পোর্টস ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৩টি জায়গায় ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা তিরন্দাজ, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ফুটবল, জুডো, ক্যারাটে, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোন্ডো, টেনিস, উশু, সাইক্লিং (মাউন্টেন বাইক), গলফ, ভারোত্তোলন এবং কুস্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী তথা রাজ্য অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট নেফিউ রিও আসন্ন দ্বিতীয় নর্থ ইস্ট অলিম্পিকে রাজ্যের পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সোনাজয়ীদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। রুপোজয়ীদের ২৫ হাজার ও ব্রোঞ্জজয়ীদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!