Advertisement
  • দে । শ
  • মার্চ ১১, ২০২৩

মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার সিদ্ধান্তে ক্ষুন্ন কিম। মিসাইল ছুঁড়ে, সেনা কুচকাওয়াজে যুদ্ধ প্রস্তুতির শুরু। রাষ্ট্রসঙঘে নালিশ জানাবে আমেরিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার সিদ্ধান্তে ক্ষুন্ন কিম। মিসাইল ছুঁড়ে, সেনা কুচকাওয়াজে যুদ্ধ প্রস্তুতির শুরু। রাষ্ট্রসঙঘে  নালিশ জানাবে আমেরিকা

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ফের উত্তপ্ত। উত্তর কোরিযার সর্বোচ্চ নেতা কিম জং আন সেনা মহড়া বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
পিয়ংইয়ং-এর সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইতিমধ্যে ছটি স্বল্পদৈর্ঘ্যের মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তা গিয়ে পড়েছে পশ্চিম উপকূলবর্তী সমুদ্রে। যুদ্ধ লাগলে উত্তর কোরিয়া তৈরি । উত্তর কোরিয়া আগামীদিনেও মিসাইল পরীক্ষা চালিয়ে যাবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

অন্তত ছটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে সেন্ট্রাল নিউজ এজেন্সি দাবি করলেও সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে স্বল্পদৈর্ঘ্যের ওই মিসাইলগুলি নিক্ষেপের ছবিও প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যে উত্তর কোরিয়া যে ছটি মিসাইল নিক্ষেপ করেছে, সেগুলি একইসঙ্গে নিক্ষেপ করা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং তার সহযোগী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা সুনজরে দেখছে না উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার আশঙ্কা, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা একযোগে উত্তর কোরিয়ায় হামলা চালাতে পারে। একারণেই যৌথভাবে সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওরা।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ইস্যুতে পাল্টা দাবি করেছেন, পারমাণবিক অস্ত্রে শক্তিধর দেশ উত্তর কোরিয়াকে প্রতিহত করা হবে।

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মোতায়েন থাকা মার্কিন সেনা দাবি করেছে, উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা করলেও তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীদের কাছে বিপজ্জনক কোনও ব্যাপার নয়। ব্যাপারটা হুমকি হিসেবেও আমল দিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র।

পরীক্ষামূলক কারণে উত্তর কোরিযা যে মিসাইলগুলি নিক্ষেপ করছে, তাতে বাধা দেওয়া কার্যত যুদ্ধঘোষণার সামিল। চলতি সপ্তাহেই এই হুঙ্কার দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমের বোন। তাঁর অভিযোগ, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় উত্তেজনা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জবাবে জানিয়েছে, উত্তর কোরিয়ায় মানবাধিকার লাগাতারভাবে বিপন্ন। প্রসঙ্গটি আগামী সপ্তাহে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের আলোচনায় তোলা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!