Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৮, ২০২৩

পারমাণবিক হামলায় সক্ষম নতুন সাবমেরিন উদ্বোধন করল উত্তর কোরিয়া

পারমাণবিক হামলায় সক্ষম নতুন সাবমেরিন উদ্বোধন করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া স্বল্পপাল্লার পারমাণবিক হামলার ক্ষমতাসম্পন্ন সাবমেরিনের উদ্বোধন করল। আজ শুক্রবার ওই দেশের জাতীয় সংবাদমাধ্যম কেসিএনএর-এর খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই সাবমেরিন তৈরি করা হয়েছে।

বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই সাবমেরিন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাবমেরিনটির পাশে দাঁড়িয়ে সাদা পোশাকের নাবিকদের সঙ্গে কথা বলছেন কিম। তাঁর গায়ে একটি হালকা ধরনের স্যুট, মাথায় হ্যাট। সাবমেরিনটির অগ্রভাগ উত্তর কোরিয়ার পতাকা আঁকা।

নতুন সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে ‘হিরো কিম কুন ওক’। উত্তর কোরিয়ার দাবি, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া তাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যায়ের সূচনা করল।

কিম জং উন বলেন, জলের তলায় গুরুত্বপূর্ণ অভিযান চালাতে উত্তর কোরিয়ার নৌবাহিনী এই  সাবমেরিন ব্যবহার করতে পারবে। কিম আরও বলেন, উত্তর কোরিয়ার কাছে এখন যে সাবমেরিনগুলো আছে, সেগুলোকেও ক্রমান্বয়ে পারমাণবিক অস্ত্রসজ্জিত করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কিম জং উন সাবমেরিনটি দেখতে গিয়েছিলেন। তিনি এর ভেতর ঢুকেছেন এবং এর সক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেছেন বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!