Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৯, ২০২৪

নরওয়ে দাবায় দুর্দান্ত জয় ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দর

আরম্ভ ওয়েব ডেস্ক
নরওয়ে দাবায় দুর্দান্ত জয় ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দর

সম্প্রতি টরেন্টোয় অনুষ্ঠিত ক্যান্ডিডেটস দাবায় রমেশবাবু প্রজ্ঞানন্দর ওপর বাজি ধরেছিলেন অনেকেই। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নরওয়ে দাবা প্রতিযোগিতায় অবশ্য দুর্দান্ত শুরু করেছেন এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। প্রথম রাউন্ডে হারিয়েছেন ফ্রান্সের গ্র‌্যান্ডমাস্টার ফিরৌজা আলিরেজাকে। প্রজ্ঞানন্দ জিতলেও মহিলাদের বিভাগে হারতে হয়েছে তাঁর দিদি আর বৈশালীকে। আর এক ভারতীয় মহিলা গ্র‌্যান্ডমাস্টার কোনেরু হাম্পি অবশ্য জয় পেয়েছেন।
প্রথম রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ আর্মাগেডন খেলায় ফ্রান্সের ফিরোজা আলিরেজাকে পরাজিত করেছেন। ক্লাসিক্যাল টাইম কন্ট্রোলের অধীনে এদিন পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই ৬ টি ম্যাচই ড্র হয়েছিল। বিজয়ী নির্ধারণের জন্য আর্মাগেডনের সাহায্য নেওয়া হয়। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন ক্লাসিক্যালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের সঙ্গে ১৪ চালের পর ড্র করেন। এরপর আর্মাগেডনে জয়ী হন। হিকারু নাকামুরা আর্মাগেডনে আমেরিকান স্বদেশী ফ্যাবিয়ানো করুণাকে হারিয়েছেন।
প্রথম রাউন্ড শেষ হওয়ার পর প্রজ্ঞানন্দ, কার্লসেন এবং নাকামুরা প্রত্যেকে ১.৫ পয়েন্ট করে পেয়েছেন। অন্যদিকে, লিরেন, করুনা ও আলিরেজা ১ পয়েন্ট করে পেয়েছেন।   ক্লাসিক্যাল টাইম কন্ট্রোলের অধীনে প্রতিটি জয়ে ৩ পয়েন্ট করে পাবেন বিজয়ী। মহিলা বিভাগে প্রজ্ঞার দিদি বৈশালী অবশ্য হেরেছেন প্রথম রাউন্ডে, চীনের ওয়েনজুন জু–র কাছে। তবে ভারতের কোনেরু হাম্পি জয়ী সুইডেনের পিয়া ক্রামলিঙের বিরুদ্ধে।‌‌ মহিলাদের বিভাগে ছয় প্রতিযোগীর মধ্যে ক্লাসিক্যাল টাইম কন্ট্রোলে তিনটি ম্যাচই ড্র হয়। আর্মাগেডনে কালো ঘুঁটি নিয়ে জয় পান কোনেরু হাম্পি। ওয়েনজুন জু–র বিরুদ্ধে ক্লাসিক্ল্যালে ৮০ চালের পর ড্র করেন। আর্মাগেডনে ৪৩ চালের পর হার স্বীকার করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!