Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৩, ২০২৪

নরওয়ে দাবায় বিশ্বের দু’নম্বরের বিরুদ্ধে জয়ের পর আলিরেজার কাছে হার প্রজ্ঞানন্দর

আরম্ভ ওয়েব ডেস্ক
নরওয়ে দাবায় বিশ্বের দু’নম্বরের বিরুদ্ধে জয়ের পর আলিরেজার কাছে হার প্রজ্ঞানন্দর

নরওয়ে দাবায় ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজার বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এরপর প্রতিযোগিতা যত এগিয়েছে চমক দেখিয়েছেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের পর হারান বিশ্বের দু নম্বর গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে। চমক দেখানোর পর প্রথম ম্যাচে যাকে হারিয়েছিলেন সেই আলিরেজা ফিরোজার কাছে পরাজিত হয়েছেন প্রজ্ঞানন্দ। আলিরেজার কাছে হেরে তৃতীয় স্থানে নেমে গেছেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

আলিরেজার বিরুদ্ধে দারুণ লড়াই করে ক্ল্যাসিক্যাল খেলায় ড্র করতে সক্ষম হয়েছিলেন প্রজ্ঞানন্দ।  কিন্তু আর্মাগেডন টাইব্রেকারে হার স্বীকার করতে বাধ্য হন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। আলিরেজার কাছে হার প্রজ্ঞানন্দকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। চীনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে হারিয়ে একক ভাবে শীর্ষে পৌঁছে গেছেন ম্যাগনাস কার্লসেন। তাঁর সংগৃহীত পয়েন্ট ১২। ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে হেরে দ্বিতীয় স্থানে রয়েছেন হিকারু নাকামুরা। তাঁর পয়েন্ট ১১। অন্যদিকে, ৯.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন প্রজ্ঞানন্দ। আর ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আলিরেজা। প্রতিযোগিতার এখনও ৪ রাউন্ড বাকি। আলিরেজার কাছে হারলেও আগের রাউন্ডে মার্কিন গ্র্যান্ডমাস্টার কারুয়ানাকে হারিয়ে বিশ্ব ক্রমতালিকায় প্রথম ১০-এ ঢুকে গেছেন প্রজ্ঞানন্দ।

প্রজ্ঞানন্দের পাশাপাশি তাঁর দিদি আর বৈশালীও পরাজিত হয়েছেন। ক্ল্যাসিক্যাল দাবায় চীনের ওয়েন জুন জু-র কাছে আর্মগেডনে হেরেছেন। ১০.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বৈশালী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!