- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৭, ২০২৪
কারুয়ানার কাছে হার, খেতাব জয় থেকে অনেকটাই দুরে প্রজ্ঞানন্দ

নরওয়ে দাবায় খেতাব জয় থেকে অনেকটাই দুরে সরে গেলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। নবম রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে হেরে গেলেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। অন্যদিকে, ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার ফিরোজা আলিরেজাকে হারিয়ে খেতাবের আরও কাছে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন।
নবম রাউন্ডে ক্ল্যাসিক্যাল খেলায় ফ্যাবিয়ানো কারুয়ানার সঙ্গে ড্র করেছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু আর্মাগেডনে হার স্বীকার করতে বাধ্য হন। নবম রাউন্ড শেষে তৃতীয় স্থানে রয়েছেন প্রজ্ঞানন্দ। তাঁর পয়েন্ট ১৩। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। আগের রাউন্ডে ডিং লিরেনের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নবম রাউন্ডে আর্মাগেডনে হারিয়েছেন ফিরোজা আলিরেজাকে। কার্লসেনের সঙ্গে খেতাব জয়ের লড়াইয়ে থাকা হিকারু নাকামুরা বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে হেরে পিছিয়ে পড়েছেন। নবম রাউন্ড শেষে তাঁর পয়েন্ট ১৪.৫।
মহিলাদের বিভাগে, আর বৈশালী চীনের টিংজি লেইয়ের কাছে ক্ল্যাসিকাল দাবায় হেরে চতুর্থ স্থানে নেমে গেছেন। তাঁর পয়েন্ট ১১.৫। আর এক ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি চীনের ওয়েনজুন জু–এর কাছে হেরে হেছেন। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ওয়েনজুন। ৯ পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছেন হাম্পি।
❤ Support Us