Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৫, ২০২৩

‌সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফসি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফসি

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফসি। বৃহস্পতিবার সাহিত্য শাখায় নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি। সাহিত্যে ১১৫তম নোবেল জয় জন ফসির।
উদ্ভাবনী নাটক ও গদ্য, ‘‌ভয়েস টু দ্য আনসেয়িবল’‌–এর জন্য এবছর সাহিত্যে নোবেল জিতলেন জন ফসি। ১৯৫৯ সালের ২৯ নভেম্বর নরওয়ের হাউজসান্ডে জন্মগ্রহন করেন তিনি।
নোবেল পুরস্কার অ্যাকাডেমি নরওয়েজিয়ান নাইনর্স্কে লেখা ফসের কাজের অংশকে সম্মানিত করেছে যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি নাটক, উপন্যাস, কবিতার সংকলন, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ। যদিও তিনি আজ বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে সম্পাদিত নাট্যকারদের একজন, তিনি তার গদ্যের জন্যও ক্রমশ স্বীকৃত হয়েছেন, অ্যাকাডেমি জানিয়েছে।
নোবেল কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌নরওয়েজিয়ান নাইনর্স্কে রচিত এবং বিভিন্ন ধারায় বিস্তৃত তাঁর বিশাল রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ। যদিও তিনি আজ বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে সম্পাদিত নাট্যকারদের একজন, তিনি তার গদ্যের জন্য ক্রমবর্ধমানভাবে স্বীকৃত হয়েছেন।’‌
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁর প্রথম উপন্যাস ‘‌Raudt, svart 1983’‌ যতটা বিদ্রোহী ছিল ততটাই আবেগগতভাবে কাঁচা ছিল, আত্মহত্যার বিষয়বস্তু তুলে ধরেছিল এবং অনেক উপায়ে তার পরবর্তী কাজের জন্য সুর সেট করেছিল।’‌ স্যামুয়েল বেকেটের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ফসেকে। তাঁর লেখা সহজ ভাষার ওপর নির্ভর করে যা তাল, সুর এবং নীরবতার মাধ্যমে বার্তা প্রদান করে। ফসের বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে ‘‌বোথহাউস’‌(‌১৯৮৯)‌, যা সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল এবং ‘‌মেলাঞ্চলি’‌ ১ ও ২ (‌১৯৯৫–১৯৯৬)‌। ৬৪ বছর বয়সী ফসে বেশ কয়েক বছর ধরে নোবেল জল্পনায় ছিলেন।
সাধারণত প্রতি বছর একজন সাহিত্যিককে নোবেল পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীত করে নোবেল কমিটি। ইতিহাসে মাত্র চারবার এই পুরস্কার একাধিকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। নোবেলজয়ী ১১৫ জন সাহিত্যিকের মধ্যে মহিলাদের সংখ্যা মাত্র ১৭ জন। সবচেয়ে কম বয়সে সাহিত্যে নোবেল জয় করেছেন ব্রিটেনের ঔপন্যাসিক ও ছোট গল্পকার রুডইয়ার্ড কিপলিং। বিশ্ববিখ্যাত শিশুসাহিত্য ‘দ্য জাঙ্গল বুক’ লেখার স্বীকৃতি হিসেবে মাত্র ৪১ বছর বয়সে নোবেল জয় করেন কিপলিং। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ব্রিটিশ–জিম্বাবোয়ান সাহিত্যিক ডরিস লেসিং। ২০০৭ সালে ৮৭ বছর বয়সে নোবেল জয় করেন তিনি। গত বছর ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফ্রান্সের সাহিত্যিক অ্যানি এরনাক্স।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!