Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৭, ২০২৩

গণতন্ত্র নয়, সঙ্কটে পরিবারতন্ত্র।২০২৪ এ কেন্দ্র ফিরছেন মোদিই। কৌসাম্বির জনসমাবেশে রাহুলকে তুলোধনা শাহর

আরম্ভ ওয়েব ডেস্ক
গণতন্ত্র নয়, সঙ্কটে পরিবারতন্ত্র।২০২৪ এ কেন্দ্র ফিরছেন মোদিই। কৌসাম্বির জনসমাবেশে রাহুলকে তুলোধনা শাহর

সংসদের অধিবেশন লাগাতারভাবে বিঘ্নিত হয়েছে শাসকদলের সঙ্গে বিরোধীদের বাদানুবাদ কিংবা প্রতিবাদের ফলে। বিষয়টি নিয়ে শুক্রবার ফের কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহ বলেছেন, সংসদের অধিবেশন বিরোধীরা যেভাবে লাগাতারভাবে ভণ্ডুল করেছেন, সেজন্যে দেশের মানুষ ওঁদের ক্ষমা করবেন না।

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর সংসদে বিশৃঙ্খলা বেড়েছে। অধিবেশনও সুষ্ঠুভাবে চলেনি। বিরোধীদের অভিযোগ, মোদির নেতৃত্বাধীন সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে। প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করছে কেন্দ্রীয় সরকার।

এদিন উত্তরপ্রদেশের কৌসাম্বিতে ‘কৌসাম্বি মহোৎসব’-এর উদ্বোধন করে জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের জিতবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। তিনি জিতবেন সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন বলে। আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি তিন শতাধিক আসনে জয়লাভ করবে।

এদিনের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাহ ছিলেন কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলির প্রতি আগাগোড়া আক্রমণাত্মক। শাহর অভিযোগ, আদতে বর্ণবাদ ও পরিবারবাদই বিপদে রয়েছে, গণতন্ত্র বিপদে নেই। প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লন্ডনে সফরে গিয়ে মন্তব্য করেছিলেন, ভারতে গণতন্ত্র বিপদে রয়েছে। রাহুলের এই বক্তব্যের প্রেক্ষিতে শাহ ফের পাল্টা মন্তব্য করলেন এদিন।

শাহ আরও বলেছেন, গতকাল সংসদের অধিবেশন শেষ হয়েছে। বাজেট অধিবেশন কোনও আলোচনা ছাড়াই শেষ হল। ভারত স্বাধীন হওয়ার পরে সংসদে এধরনের ঘটনা এই প্রথম। বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারাই ঠিকমতো সংসদের কাজ চালাতে দেননি। এর একমাত্র কারণ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে।

এদিন নিজের বক্তব্য পেশ করার সময়ে শাহ সমাবেশে উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে এদেশের কোনও রাজনীতিকের কি দেশকে অবমাননা করা উচিত কাজ বলে মনে করেন? এই প্রশ্নের জবাবে শাহ সমর্থকরা সমস্বরে বলে ওঠেন, না।

‘কৌসাম্বি মহোৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী প্রমুখ।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!