Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৩, ২০২৩

প্রত্যাশা পূরণে ব্যর্থ, ক্ষমা প্রার্থনা করে পদত্যাগের দাবি। সাকিব, পাপনদের আইনি নোটিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রত্যাশা পূরণে ব্যর্থ,  ক্ষমা প্রার্থনা করে পদত্যাগের দাবি। সাকিব, পাপনদের আইনি নোটিশ

বিশ্বকাপে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসানরা। বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা গোটা দলের ওপর দারুণ অসন্তুষ্ট। আর এই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করে নিজেদের দায়িত্ব থেকে পদত্যাগ করার জন্য দেশের অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর পদত্যাগ দাবি করে আইনে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করার দাবিও করা হয়েছে।

অ্যাডভোকেট হাসান এন্ড অ্যাসোসিয়েটস চেম্বার থেকে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে আইনি নোটিশ পাঠিয়েছেন। ৩০ দিনের মধ্যে পদত্যাগ না করলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লেখা এই আইনি নোটিশে বলা হয়েছে, ‘‌নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটি বাতিল করতে হবে। একইসঙ্গে বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে। এছাড়া উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি, আন্তর্জাতিক প্রতিযোগিতার মানসম্পন্ন উইকেট প্রস্তুত এবং আন্তর্জাতিক মানের কাছাকাছি উইকেট তৈরি করে ঘরোয়া লিগ আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, কার্যনির্বাহী কর্তা নিজাম উদ্দিন চৌধুরী এবং অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্বকাপের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করে পদত্যাগ করতে হবে।

নোটিশে আরও বলা হয়েছে, ‘‌২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ চূড়ান্ত ব্যর্থ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভাল সূচনা করেছিল। কিন্তু সেই ম্যাচের পর কেউ ভাবেননি যে দেশ এইভাবে বিশ্বকাপ শেষ করবে। ইডেনে নেদারল্যান্ডের কাছে হারের পর সাকিব আল হাসান বলেছিলেন, বাংলাদেশের এটাই সবচেয়ে খারাপ বিশ্বকাপ। বাংলাদেশ অধিনায়ক নিজের দলের পারফরমেন্স অকপটে স্বীকার করেছেন। তাঁর ব্যর্থতাকে তুলে ধরেছেন। এছাড়া বিশ্বকাপ চলাকালীন তিনি দলকে ভারতের ফেলে দেশে ফিরে এসেছিলেন। এটা তাঁর মতো অধিনায়কের কাছে কাম্য নয়। দেশের অধিনায়কের কাছ থেকে জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ আশা করেছিল।’‌ নোটিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আর এই ব্যর্থতার দায়ভার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাহী কর্তা নিজাম উদ্দিন চৌধুরীও দায় এড়াতে পারেন না।


  • Tags:
❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
error: Content is protected !!