- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৪
ইতালিয়ান ওপেনে আবার ইন্দ্রপতন, নাদালের পর বিদায় নিলেন বিশ্বের এক নম্বর তারকা জকোভিচও

ইতালিয়ান ওপেন থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন বিশ্বের দুই ও তিন নম্বর জনিক সিনার এবং কার্লোস আলকারাজ। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। এবার বিদায় নিলেন নোভাক জকোভিচও। তৃতীয় রাউন্ডে ২৯ নম্বর বাছাই আলেজান্দ্রো তাবিলোর কাছে হেরে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তারকা। জকোভিচের বিদায়ের সঙ্গে সঙ্গে জৌলুস হারাল ইতালিয়ান ওপেন।
ইতালিয়ান ওপেনে দারুণ সাফল্য রয়েছে জকোভিচের। ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন। কখনও কোয়ার্টার ফাইনালের আগে প্রতিযোগিতা থেকে ছিটকে যাননি। এবারই প্রথম তৃতীয় রাউন্ড থেকে ছিটকে যেতে হল জকোভিচকে। এটাই ইতালিয়ান ওপেনে সবচেয়ে খারাপ পারফরমেন্স বিশ্বের এক নম্বর টেনিস তারকার। এই প্রথম বিশ্বের ১০ নম্বরের বাইরে থাকা ক্রিকেটারের কাছে হারলেন জকোভিচ। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ৬–৩, ৬–১ ব্যবধানে ফ্রান্সের কোরেন্টিন মাউতেতকে উড়িয়ে দিয়েছিলেন। ওই ম্যাচের পর অটোগ্রাফ দেওয়ার সময় মাথায় জলের বোতল উড়ে এসেছিল। তারপর রবিবার আবার কোর্টে নামেন।
আলেজান্দ্রো তাবিলোর বিরুদ্ধে ডাবল ফল্ট দিয়ে শুরু করেছিলেন জকোভিচ। যা তাঁর কাছে খুব একটা ভাল যায়নি। নিজের প্রথম দুটি সার্ভিস গেমেই হেরে যান। শেষ পর্যন্ত ৬–২ ব্যবধানে প্রথম সেট হেরে যান। দ্বিতীয় সেটেই নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। দ্বিতীয় সেট হারেন ৬–৩ ব্যবধানে। মাত্র ৬৮ মিনিটেই ম্যাচ শেষ। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ভাল হল না জকোভিচের কাছে। একই অবস্থা রাফায়েল নাদালেরও। ১০ বারের রোম চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডে হুবার্ট হুরকাজের কাছে ৬–১, ৬–৩ ব্যবধানে হেরে বিদায় নেন।
❤ Support Us