- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৭, ২০২২
অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতি হিসেবে অ্যাডিলেডে খেলবেন জকোভিচ

করোনার টিকা না নেওয়ায় ভিসা পাওয়ার ব্যাপারে নোভাক জকোভিচের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার। নভেম্বরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে বাধা নেই এই সার্বিয়ান টেনিস তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি জন্য অ্যাডিলেড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় কোর্টে নামছেন নোভাক জকোভিচ। বুধবার তাঁর ভিসার আবেদন মঞ্জুর করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি ২১টি গ্র্যান্ড স্লামের মালিক ৷
একসময় অস্ট্রেলিয়া সরকার নিয়ম করেছিল, সে দেশ প্রবেশ করতে গেলে করোনার টিকা থাকা বাধ্যতামূলক। কিন্তু জকোভিচ ভ্যাকসিন না নেওয়ার ব্যাপারে অনড় ছিলেন। তিনি আইনি লড়াইতেও নামেন। অস্ট্রেলিয়া সরকার জকোভিচের ভিসা পাওয়ার ব্যাপারে ৩ বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল। পলে ২০২২ সালের অস্ট্রেলিয়া ওপেনে খেলতে পারেননি।
নির্বাসন তুলে নেওয়ায় স্বস্তিবোধ করছেন জকোভিচ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন আমার সবচেয়ে সফল গ্র্যান্ড স্লাম। আমি সেখানে সেরা কিছু স্মৃতি তৈরি করেছি।’
জকোভিচ ১–৮ জানুয়ারি পর্যন্ত অ্যাডিলেড ইন্টারন্যাশনালে শক্তিশালী লড়াইয়ে মুখোমুখি হবেন। যেখানে দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ছাড়াও ছয়, সাত এবং আট নম্বরে থাকা ফেলিক্স অগার-আলিয়াসিম, ড্যানিল মেদভেদেভ এবং আন্দ্রে রুবলেভও খেলবেন। গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ইউনাইটেড কাপে খেলবেন গ্র্যান্ড স্লামের প্রস্তুতি হিসেবে।
বিশ্বের সেরা ১০ মহিলা তারকার মধ্যে চারজন অ্যাডিলেডে মরশুম শুরু করবেন। এরা হলেন ওন্স জাবেউর, আরিনা সাবালেঙ্কা, দারিয়া কাসাটকিনা এবং ভেরোনিকা কুদারমেতোভা। এছাড়াও দু’ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা এবং গ্র্যান্ড স্লাম বিজয়ী বিয়াঙ্কা আন্দ্রেস্কু এবং জেলেনা ওস্তাপেঙ্কো অ্যাডিলেডে খেলবেন। অ্যাডিলেড ইন্টারন্যাশনালের পরেই অস্ট্রেলিয়ান ওপেন ১৬–২৯ জানুয়ারি মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত হবে।
❤ Support Us