- এই মুহূর্তে
- মার্চ ১৭, ২০২২
‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের মূর্তি এবার কলকাতায় ।
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম… এই গানেই সোশ্যাল মিডিয়া উত্তাল । সেলিব্রিটি হোন কিংবা ছাপোষা নেটিজেন ভুবন বাদ্যকরের গানের তালে কোমর দুলিয়ে রিল তৈরি করছেন প্রায় সকলেই। এবার কলকাতায় তৈরি হল ‘বাদামকাকু’র মূর্তি। বীরভূমের বিখ্যাত ‘বাদামকাকু’র মূর্তিই তৈরি হয়েছে কুমোরটুলিতে। যা দেখে আপনার মতো তাজ্জব প্রায় সকলেই।
কুমোরটুলির শিল্পী পরিমল পালের হাতের জাদুতে এক তাল মাটিই ‘বাদামকাকু’র রূপ পেয়েছে। একেবারে নিখুঁত। সময় লেগেছে মাত্র ৫ দিন। কেন হঠাৎ ‘বাদামকাকু’র মূর্তি তৈরি করলেন শিল্পী? পরিমল পাল জানিয়েছেন, ‘বাদামকাকুর জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভুবন বাদ্যকর। সে কারণেই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত।’ বাদাম কাকুর মূর্তি এখন কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে রাখা। কারণ, দোলপূর্ণিমা উপলক্ষে গোপাল পুজোয় ‘বাদামকাকু’র মূর্তিটি দেখতে পারবেন জনসাধারণ। ভুবন বাদ্যকর একটিবার কুমোরটুলিতে এসে নিজের মূর্তিটি দেখুন, সেটাই চান শিল্পী পরিমল পাল।
পরিমল পালের উদ্যোগ মন ছুঁয়েছে কাঁচা বাদাম খ্যাত সংগীত শিল্পীর। তিনি রীতিমতো আপ্লুত। তাঁর প্রতিক্রিয়া, জীবদ্দশায় এমন একটা ঘটনার সাক্ষী হতে পারবেন, ভাবতেই পারেননি। তবে আমন্ত্রণ রক্ষা করবেন কি? সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি তিনি ।
❤ Support Us