- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩০, ২০২৪
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে “একা নেকড়ের” আক্রমণের আশঙ্কা! সতর্ক নিউ ইয়র্ক প্রশাসন

৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের মেগা ম্যাচ। বিশ্বকাপের এই মেগা ম্যাচে হামলা চালানো হতে পারে। এমন হুমকি পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ম্যাচের দিন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই ব্যাপারে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা কর্মীদের কাছে খবর ছিল ভারত-পাকিস্তান ম্যাচে “একা নেকড়ের” আক্রমণ হতে পারে। এই “একা নেকড়ের” আক্রমণ হল এক বিশেষ ধরনের গণহত্যা যা একজন ব্যক্তি দ্বারা প্রকাশ্যে সংঘটিত হয়। সেই ব্যক্তিই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সংগঠিত করে। এইরকম ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেছেন, “নাসাউ কাউন্টিসহ অন্যান্য শহরগুলি নানা ধরনের হুমকি পায়। আমরা প্রতিটি হুমকি গুরুত্ব সহকারে গ্রহণ করি। বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনেক সতর্কতা অবলম্বন করা হয়েছে. পাশাপাশি আইজেনহাওয়ার পার্ক এবং অন্যান্য স্টেডিয়াম গুলিতেও অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে।”
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, নির্বিঘ্নে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁর প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। হোচুল বলেছেন, “নিউ ইয়র্ক পুলিশকে বলেছি নিরাপত্তা জোরদার করতে। সকলের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ক্রিকেট যাতে নিরাপদ এবং উপভোগ্য হয় সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
আইসিসি-র এক মুখপাত্র বলেছেন, “বিশ্বকাপের প্রত্যেকের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের কাছে ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। আয়োজক দেশগুলির সঙ্গে এই ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকি। যে কোনও রকমের ঝুঁকি কমানোর জন্য যথাযথ পরিকল্পনা নেওয়া হয়েছে।”
❤ Support Us