Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৫, ২০২৩

গ্যালারি ভরাতে মহিলাদের ফ্রি টিকিট!‌ ভোট ব্যাঙ্কের জন্যই আমেদাবাদ বিজেপি–র এই পদক্ষেপ?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্যালারি ভরাতে মহিলাদের ফ্রি টিকিট!‌ ভোট ব্যাঙ্কের জন্যই আমেদাবাদ বিজেপি–র এই পদক্ষেপ?‌

কোনও ম্যাচে টিকিটের জন্য হাহাকার। কোনও ম্যাচে আবার গ্যালারি ভরাতে বিনামূল্যে টিকিট বিতরণ করতে হচ্ছে। গাড়িতে করে দর্শক নিয়ে আসতে হচ্ছে। সত্যিই অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গ্যালারি ভরাতে আসরে নামতে হল গুজরাটের বিজেপি নেতৃত্বকে। আমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০ হাজার মহিলা দর্শক নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল। তবু ভরল না গ্যালারি।
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর সেই মাঠে গ্যালারি ফাঁকা থাকাটা যথেষ্ট দৃষ্টিকটূ। তাই গ্যালারি ভরাতে গুজরাটের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি–র ওয়ার্ড কমিটির নেতারা মহিলাদের একত্রিত করে তাঁদের হাতে উদ্বোধনী ম্যাচের টিকিট তুলে দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে চা ও লাঞ্চের কুপন।
মহিলা দর্শকদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়া প্রসঙ্গে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, ‘‌অনেক সংস্থাই স্কুল পড়ুয়াদের খেলা দেখার সুযোগ করে দেয়। এতে গ্যালারি ভরার পাশাপাশি উৎসবের আমেজ থাকে। আমরা মহিলা দর্শকদের খেলা দেখানোর সুযোগ করে দিচ্ছি। অবিক্রিত টিকিটগুলো কারা নিয়েছে, সে ব্যাপারে আমি কিছু জানি না।’‌
একটা সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, গ্যালারি ভরানোর জন্য গুজরাটের ওয়ার্ড পর্যায়ের নেতারা আগেই মহিলা দর্শকদের একটা তালিকা তালিকা তৈরি করেছিলেন। সেই তালিকা অনুসারে টিকিট বন্টন করা হয়েছে। অন্য সংস্থার মতো কেন স্কুল পড়ুয়াদের খেলা দেখার সুযোগ করে দেওয়া হল না?‌ এই নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, সামনে লোকসভা ভোট। ভোটব্যাঙ্ক ঠিক রাখতেই বেছে বেছে প্রাপ্তবয়ষ্ক মহিলাদের বিশ্বকাপের টিকিট বন্টন করা হয়েছে। এতকিছু করেও অবশ্য গ্যালারি ভরাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ’‌র সাঙ্গপাঙ্গরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!