- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২২
টানা ৩ ম্যাচ জয়ের পর ওডিশার কাছে আটকে গেল এটিকে মোহনবাগান

টানা ৩ ম্যাচ জিতে সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। ওডিশা এফসি–র কাছে এসে আটকে গেল বিজয়রথ। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এটিকে মোহনবাগান এবং ওডিশা এফসি–র ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। ১০ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই থাকল জুয়ান ফেরান্দোর দল।
এদিন ঘরের মাঠে আক্রমণাত্মক মানসিকতা নিয়েই শুরু করেছিল ওডিশা এফসি। ৫ মিনিটের মধ্যেই দুটি গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ১৭ মিনিটে প্রথম ওডিশা বক্সে হানা দেয় এটিকে মোহনবাগান। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি। ২৭ মিনিটে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় ওডিশা এফসি। নিজেদের বক্সের মধ্যে দিমিত্রি পেত্রাতোস হাতে বল লাগালেও রেফারি শ্রীকৃষ্ণ এড়িয়ে যান।
৪১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ওডিশার সামনে। সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন ওসামা মালিক। পরের মিনিটেই প্রতি আক্রমণে উঠে এসে গোলের সুযোগ তৈরি করেছিল এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসোর পাস থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন কার্ল ম্যাকহিউ। ডানদিকে ঝাঁপিয়ে আংশিক প্রতিরোধ করেন ওডিশা গোলকিপার অমরিন্দার সিং। প্রথমার্ধের ইনজুরি সময়ে কার্লোস ডেলগার্ডোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ওডিশার দাপট ছিল। মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে এসে হানা দিচ্ছিলেন লিস্টন কোলাসো, কিয়ান নাসিরিরা। কিন্তু গোলের মতো সুযোগ তৈরি হয়নি। ৬১ মিনিটে আবার গোল করার সুযোগ এসেছিল ওডিশার সামনে। নরেন্দ্র গেহলটের শট পোস্টের গা ঘেঁসে বেরিয়ে যায়। ৭০ মিনিটে এটিকে মোহনবাগানের জালে বল জড়িয়েছিল ওডিশা। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। ৭৫ মিনিটে পেত্রাতোসের শট সরাসরি অমরিন্দারের হাতে চলে যায়। ৭৮ মিনিটে হুগো বুমোসকে মাঠে নামান জুয়ান ফেরান্দো। তবুও গোলের মুখ খোলেনি। ৮৮ মিনিটে ওসামা মালিকের হেড বিশাল কাইথের হাতে লেগে বারে লেগে ফিরে আসে।
❤ Support Us