- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৬, ২০২৩
মোহনবাগান ছাড়ছেন সবুজমেরুণ জার্সি গায়ে সাড়া জাগানো লিস্টন কোলাসো

২০২১–২২ মরশুমে হায়দরাবাদ এফসি থেকে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন লিস্টন কোলাসো। সবুজমেরুণ জার্সি গায়ে প্রথম মরশুমেই দারুণ সাড়া জাগিয়েছিলেন। সামনের মরশুমে আর মোহনবাগান জার্সি গায়ে খেলতে দেখা যাবে না এই গোয়ানিজ মিডফিল্ডারকে। মোহনবাগান ছেড়ে ওডিশা এফসি–তে যোগ দিচ্ছেন লিষ্টন কোলাসো।
বিশাল পরিমান ট্রান্সফার ফি দিয়ে ২০২১–২২ মরশুমে হায়দারাবাদ এফসি থেকে রেকর্ড লিস্টন কোলাসোকে তুলে নিয়েছিল এটিকে মোহনবাগান। প্রথম মরশুমেই সবুজমেরুণ জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন। আইএসএলের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন। ৮ গোল করেছিলেন। কিন্তু ২০২২–২৩ মরশুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লিস্টন কোলাসো। প্রথম দিকে কয়েকটা ম্যাচে সেভাবে ছন্দে না থাকায় লিস্টন কোলাসের পরিবর্তে আশিক কুরুনিয়ানকে খেলান কোচ জুয়ান ফেরান্দো। তারপর থেকে অধিকাংশ ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নামতে হয়েছে লিস্টনকে। কোনও ম্যাচে আবার সুযোগ পাননি।
এবছরও প্রথম একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়। আশিক কুরুনিয়ানের ওপর বেশি নির্ভর করছেন কোচ জুয়ান ফেরান্দো। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লিস্টন। গত মরশুমের শেষ দিক থেকেই তাঁর সঙ্গে কথা বলছিল ওডিশা এফসি। শেষ পর্যন্ত ওডিশার প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি।
সালগাঁওকারের যুব দল থেকে উঠে এসেছেন লিস্টন কোলাসো। অনূর্ধ্ব ১৮ পর্যায়ে তাঁর দুরন্ত পারফরমেন্স এফসি গোয়ার হয়ে আইএসএল খেলার সুযোগ করে দেয়। কয়েক বছর এফসি গোয়াতে কাটিয়ে তিনি রেকর্ড পরিমাণ অর্থে হায়দরাবাদ এফসিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই তিনি এটিকে মোহনবাগানে আসেন। শুধু লিস্টন কোলাসোই নন, মোহনবাগানের আর এক মিডফিল্ডার পুইটিয়াও দল ছাড়তে চলেছেন। সেন্ট্রাল মিডফিল্ডকে অনিরুদ্ধ থাপাকে দলে নেওয়া হয়েছে। প্রথম একাদশে সুযোগ পাবেন না বুঝেই মোহনবাগান ছাড়তে চলেছেন পুইটিয়াও। তিনি পুরনো ক্লাব কেরালা ব্লাস্টার্সে যোগ দিচ্ছেন।
❤ Support Us