Advertisement
  • দে । শ
  • জুন ৭, ২০২৩

স্বজন হারানোর ভুয়ো দাবি করে ক্ষতিপূরণের টাকা হাতানোর চেষ্টা, গ্রেফতার মহিলা। জালিয়াতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বজন হারানোর ভুয়ো দাবি করে ক্ষতিপূরণের টাকা হাতানোর চেষ্টা, গ্রেফতার মহিলা।  জালিয়াতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রশাসনের

রেল দুর্ঘটনায় নিজের বিবাহিত জীবনসঙ্গীর মৃত্যুর দাবি করে ক্ষতিপূরণের টাকা হাতানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। এমন মিথ্যা দাবিদারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া বব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আমলারা।

রেলের পক্ষ থেকে দশ লক্ষ টাকা মৃতের পরিবারকে দেওয়ার কথা বলা হয়েছিল। রাজ্য ও কেন্দ্রের সরকারও পাঁচ  ও দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। এখন তা আত্মসাৎ করতে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন গীতাঞ্জলি দত্ত নামে এক মহিলা। মর্গে থাকা একটি দেহকে শনাক্ত করে তিনি বলেন, রেল দুর্ঘটনায় তাঁর বিবাহিত জীবনসঙ্গীর মৃত্যু ঘটেছে। তাই ক্ষতিপূরণের ঘোষিত অর্থ যেন তাকে দেওয়া হয়।

বিষয়টি দেখে সন্দেহ হয় থানার পুলিশ আধিকারিকদের। গোটা বিষয়টি তদন্ত করতে গিয়ে আসল সত্য তাঁদের সামনে আসে। তদন্তকারীরা জানাচ্ছেন, ভদ্রমহিলার জীবনসঙ্গী বিজয় দত্ত গত ১৩ দিন ধরে তাঁর সঙ্গে থাকছেন না। সে কারণেই তাঁর মারা যাওয়ার মিথ্যা গল্প ফেঁদে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন। এ ব্যাপারে বিজয় দত্তর সঙ্গে কথা বলার  পর তাঁদের কাছে আরো খোলসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা ভদ্রমহিলাকে সতর্ক করে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বেপরোয়া মনোভাব দেখে  বিজয় দত্তই স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং বলেন তাঁর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাঁর মৃত্যুর ভুয়ো দাবি করে সরাকারি অর্থ হাতানোর ব্যাপারটিকে কোনো মতেই সমর্থনযোগ্য নয় বলে জানান তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!