Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২৪, ২০২২

ইউক্রেনে রুশ হামলার প্রভাব পড়বে সারা বিশ্বে । তেল ও গ্যাসের দামে রেকর্ড বৃদ্ধির আশঙ্কা।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনে রুশ হামলার প্রভাব পড়বে সারা বিশ্বে । তেল ও গ্যাসের দামে রেকর্ড বৃদ্ধির আশঙ্কা।

পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত ঘোষণা করতেই রেকর্ড হারে বেড়ে গেল তেলের দাম। ৭ হাজার ৫২২ টাকা ৪৫ পয়সা । অর্থাৎ ১০০ মার্কিন ডলার । আর্ন্তজাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ওই অঙ্কের আশেপাশেই ঘোরাপেরা করছে । ২০১৪ সালে আর্ন্তজাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উঠেছিল ১০০ ডলার । আজ বূহস্পতিবার আবার ১০০ ডলারের অঙ্ক স্পর্শ করল । পর্যবেক্ষকদের আশঙ্কা, যুদ্ধের জন্য বিশ্বের নানা প্রান্তে তেল সরবরাহ ব্যাহত হতে পারে ।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধলে ইউরোপ তথা বিশ্বের অর্থনীতিতে যে এর বিরাট প্রভাব পড়বে, সে আশঙ্কা আগে থেকেই ছিল। হলও তাই ।
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা টুইট করে বলেন, তাঁদের দেশের শহর গুলিতে গোলাবর্ষণ করছে রাশিয়া । আজ সকালেই এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ১০১.৩৪ ডলার । এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে অপরিশোধিত তেলের এখ ব্যারেলের দাম উঠেছিল ১০১.২০ ডলারে।

সৌদি আরবের পর রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউরোপের অনেক দেশের গ্যাসের উৎসও রাশিয়া। বিশেষজ্ঞদের ধারণা, তেলের দামের ওপর ইউক্রেন-রাশিয়া সংকটের আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পুতিনের দেশের উপর ইউরোপের একাধিক দেশ নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেটা হলে গোটা ইউরোপজুড়ে তেলের তীব্র সংকট দেখা দেবে। শুধু তেল নয়, জ্বালানি গ্যাসের দামেও বিরাট প্রভাব পড়বে । ইউরোপের বহু দেশের গ্যাসের উৎসও রাশিয়া ও সংলগ্ন মধ্য এশিয়ার দেশগুলি। শুধু রাশিয়াই ইউরোপের ৩৫ শতাংশ গ্যাস সরবরাহ করে এবং তার ভূখণ্ড দিয়ে পশ্চিম এশিয়ার ব্যাপক জ্বালানি ইউরোপে যায় । যুদ্ধের কারণে এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ব্যাপক । ভারতেও তেল জ্বালানি সঙ্কটের পরোক্ষ প্রভাব পড়বে । ইতিমধ্যে ভারতের শেয়ার বাজারে সঙ্কট দেখা দিয়েছে । আজ সকালে সেনসেক্স এবং নিফটিতে রেকর্ড পতন হয়েছে ।
বিশেষজ্ঞদের আশঙ্কা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবার গ্যাস ও তেলের দাম আকাশছোঁয়া হয়ে উঠতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!