Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২, ২০২৪

শেষ ষোলো থেকে বিদায়, টানা ৩ অলিম্পিক পদক জয়ের স্বপ্নপূরণ হল না সিন্ধুর ।শেষ আটে লক্ষ্য সেন

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ ষোলো থেকে বিদায়, টানা ৩ অলিম্পিক পদক জয়ের স্বপ্নপূরণ হল না সিন্ধুর ।শেষ আটে লক্ষ্য সেন

২০১৬ রিও অলিম্পিকে পেয়েছিলেন রুপো। ২০২১–এ টোকিওতে ব্রোঞ্জ। টানা তিনটি অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন নিয়ে প্যারিস গিয়েছিলেন পিভি সিন্ধু। স্বপ্নপূরণ হল না। খালি হাতে ফিরতে হচ্ছে ভারতের এই ব্যাডমিন্টন তারকাকে। প্রি–কোয়ার্টার ফাইনালে হারলেন চিনের হি বিং জিয়াওয়ের কাছে। যাকে হারিয়ে ২০২১ সালে টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। টোকিওতে হারের মধুর প্রতিশোধ নিলেন বিং জিয়াও। সিন্ধু বিদায় নেওয়ার পর ব্যাডমিন্টনে পতাকা এখন লক্ষ্য সেনের হাতে।

সময়টা ভাল যাচ্ছে না সিন্ধুর। একটাও খেতাব নেই, র‌্যাঙ্কিংয়েও নেমে গেছেন। অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে জুন মাসের শেষ থেকে জার্মানির ছোট্ট শহরে নিরিবিলিতে প্রস্তুতি সেরেছিলেন। তার সেই প্রস্তুতি মূল্য পেল না। বড়ো আসর জ্বলে ওঠার নজির ধরে রাখতে পারলেন না। ফলে টানা তিনটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস তৈরির সম্ভাবনা শেষ হয়ে গেল। হয়তো তিনটি অলিম্পিক জেতার সম্ভাবনাও চিরতরে শেষ হয়ে গেল সিন্ধুর। কারণ, পরের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় আদৌও সেরা ছন্দে থাকবেন কিনা, সন্দেহ রয়েছে।

গ্রুপ লিগে সহজ প্রতিপক্ষর বিরুদ্ধে জয় পেলেও নক আউটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তেই কাবু সিন্ধু। প্রি–কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ষষ্ঠ বাছাই চিনের হি বিং জিয়াও। চিনের এই প্রতিযোগীকে ২১–১৩, ২১–১৫ ব্যবধানে উড়িয়ে টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। প্যারিসে বিং জিয়াও জিতলেন ২১–১৯, ২১–১৪ ব্যবধানে।

প্রথম গেমে বিং জিয়াওকে চাপে ফেলে দিয়েছিলেন সিন্ধু। শুরুর দিকে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান। শেষদিকে লিড বাড়িয়ে ২১–১৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন হে বিং জিয়াও। দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধুকে সেভাবে দাঁড়াতেই দেননি জিয়াও। শুরুতেই ৪–২ ব্যবধানে এগিয়ে যান। লিড ধরে রেখে শেষ পর্যন্ত ২১–১৪ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে যান জিয়াও।

প্যারিস অলিম্পিকে দেশবাসীকে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল এই ভারতীয় জুটি। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি বিদায় নিলেও পদকের আশা বাঁচিয়ে রেখেছেন লক্ষ্য সেন। পৌঁছে গেলেন পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে। পুরুষদের সিঙ্গলসে দুই ভারতীয়র মধ্যে লড়াইয়ে বাজিমাত করে গেলেন লক্ষ্য সেন। প্রি–কোয়ার্টার ফাইনালে এইচএস প্রণয়ের বিরুদ্ধে মাত্র ২১ মিনিটে ২১–১২ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য সেন। দ্বিতীয় গেমে প্রণয়কে দাঁড়াতেই দেননি লক্ষ্য। ২১–৬ ব্যবধানে উড়িয়ে দেন। মাত্র ১৮ মিনিট স্থায়ী হয়েছিল দ্বিতীয় গেম। শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার দ্বাদশ বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে খেলবেন লক্ষ্য সেন।ব্যাডমিন্টনে ভারতের পতাকা এখন লক্ষ্য সেনের হাতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!