Advertisement
  • দে । শ
  • মে ২৯, ২০২৪

মান ভাঙল! অভিষেকের নির্দেশে স্বামীকে নিয়ে প্রচারে উষারানি

আরম্ভ ওয়েব ডেস্ক
মান ভাঙল! অভিষেকের নির্দেশে স্বামীকে নিয়ে প্রচারে উষারানি

অভিষেকের হস্তক্ষেপে মান ভাঙল মিনাখাঁর বিধায়ক উষারানির।অবশেষে মিনাখাঁর বিধায়ক উষারানী মন্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল বসিরহাট কেন্দ্রে দলের প্রার্থী হাজি নুরুলের  হয়ে প্রচারে নামলেন। মঙ্গলবার, তাঁরা অনুগামীদের নিয়ে মিনাখাঁর ব্রাহ্মনচক গ্রামে বসিরহাট লোকসভার প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে প্রচার করেন। মিছিল করেন, বাড়ি বাড়ি যান। প্রকাশ্য সভায় মমতা যেভাবে উষারানি ও মৃত্যুঞ্জয়কে ভর্ৎসনা করেছেন তার পরে দলে সঙ্গে সম্পর্ক ছিন্ন হবারই কথা। হয়েওছিল তাই।  কিন্তু ভোটের ৪ দিন আগে একেবারে শেষ বেলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মধ্যস্থতায় জট কেটেছে বলে জানা গেছে।

মমতা গত ২৫ মে শনিবার হাড়োয়ার সমাবেশে উষারানিকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন, ‘‌যারা আজকে মিটিংয়ে না এসে, তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবে, আর মিটিংয়ে আসবেন না। তার সঙ্গে দলের কোন সম্পর্ক  থাকবে না।’‌ ওই দিন সভায় উষারানি ও মৃত্যুঞ্জয় হাজির ছিলেন না। প্রকাশ্যে চলে আসে উষারানি ও হাড়োয়ার খালেক মোল্লার মধ্যে কোন্দল। তাঁর সভায় না আসায়  উষা ও মৃত্যুঞ্জয়ের ওপর অসন্তুষ্ট হন মমতা। সেদিন তিনি প্রকাশ্য সভায় বক্তৃতায় বলেন, ‘‌আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লকের নেতারা দলের কাজ দেখে নেবেন। যতক্ষন  পায়ে ধরে ক্ষমা না চাইবে ততক্ষন উষারানি মন্ডলকে আমরা মানি না। বিজেপির সঙ্গে যারা আঁতাত করে তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।’‌ মমতা বলেন,‘‌ আপনাদের মত লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেচে দেবেন?‌ আর কী মনে করেন আমরা সেটাকে  সমর্থন করব?‌’‌ এই ঘটনার পর বসিরহাটের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়। জনসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিধায়ক উষারানি ও তাঁর স্বামী নিজেরদের দলের কর্মসূচি থেকে গুটিয়ে নেন।  মৃত্যুঞ্জয়  বলেন, ‘‌দিদিকে ভুল বোঝানো হয়েছে।’‌

রবিবার বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয় অভিষেক ব্যানার্জির তরফে।  সোমবার তাঁদের ডেকে পাঠানো হয় অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। তার পরেই বরফ গলে। আজ নিজেদের গ্রাম মিনাখাঁর ব্রাহ্মনচকে বিধায়ক স্ত্রীকে নিয়ে মৃত্যুঞ্জয় প্রচার করেন। মৃত্যুঞ্জয় বলেন, “দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের ডেকেছিলেন। আমরা গিয়েছিলাম। তাঁর সঙ্গে আলোচনা করে বিষয়টা মিমাংসা হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির নির্দেশ মত আমরা দলের প্রার্থীর হয়ে প্রচার করছি। এনিয়ে আর কোন দ্বন্দ্ব নেই।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!