- এই মুহূর্তে দে । শ
- মে ২০, ২০২৩
সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে অভিষেক

আজ সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেছে। কুন্তল ঘোষ সংশোধনাগার থেকে থানায় একটি চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিল যে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। প্রসঙ্গত কুন্তল যেদিন এই চিঠি দেয় ঠিক তার আগের দিন কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র ও কুণাল ঘোষকে দেখিয়ে বলেছিলেন, মদন মিত্র, কুণাল ঘোষ যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হোফাজতে ছিলেন তখন তাঁদের উপর আমার নাম বলার জন্য চাপ দেওয়া হয়েছিল।
এদিকে অভিষেকের এই বক্তব্যের পরের দিনই কুন্তল ঘোষের এই চিঠি থানায় যাওয়ার ঘটনায় উভয়ের মধ্যে কোনও যোগসাজশ আছে কি না তা জানতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের রায় দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় একই রেখে এই মামলায় এজলাস বদলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপর এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আসে। অমৃতা সিনহা অভিষেককে এই মামলায় জেরা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন দেরি করছে তা নিয়ে প্রশ্ন তুলে অভিষেককে জেরা করার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই পুনর্বহাল রাখেন। তারপর শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রক্ষা কবচ চেয়ে এবং আবেদন জরুরি ভিত্তিতে শোনার জন্য ডিভিশন বেঞ্চে আবেদন করেন। তবে বিচারপতি সুব্রত তালুকদার বলেন, তাদের কাছে অন্য তালুকাভূক্ত মামলা রয়েছে, গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে সোমবার থেকে তাই জরুরি ভিত্তিতে এই আবেদন শোনা সম্ভব নয়। তবে বিচারপতি সুব্রত তালুকদার মৌখিক পরামর্শে বলেন, অভিষেকের আইনজীবীরা চাইলে অবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে গেলেও তাদের আবেদন অনুমোদিত হয়নি, প্রধান বিচারপতি জানিয়ে দেন এই আবেদনের শুনানি “সম্ভব” নয়। তবে অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি তিনি দেন। শেষ পর্যন্ত শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ অভিষেকের বাড়িতে সিবিআই পৌঁছে শমন দিয়ে আসেন। তাতে উল্লেখ করা হয় শনিবার বেলা ১১ টায় নিজাম প্যালেসের সিবিআই দফতরে অভিষেককে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের চিঠিকাণ্ডে হাজিরা দিতে হবে।
এদিকে অভিষেক শুক্রবার বাঁকুড়ার সোনামুখীর নবজেয়ার যাত্রার সভা শেষ করে রাতে কলকাতায় ফিরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনামুখীতে বলেছেন, “একটা ডেভেলপমেন্ট হয়েছে,সিবিআই শমন পাঠিয়েছে, তাই আজই আমি কলকাতায় ফিরছি।আমার দায়বদ্ধতা মানুষের কাছে। মাথা নত করলে ঈশ্বরের কাছে করব, জনতা জনার্দনের কাছে করব। দিল্লির শক্তির কাছে করব না।” পাশাপাশি সিবিআইর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, “ক্ষমতা থাকলে সিবিআই আমায় গ্রেফতার করে দেখাক।”
❤ Support Us