Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ১২, ২০২৩

ইডি হেফাজত থেকে মুক্ত, জ্যোতিপ্রিয়র ১৬ নভেম্বর পর্যন্ত জেলে

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডি হেফাজত থেকে মুক্ত, জ্যোতিপ্রিয়র ১৬ নভেম্বর পর্যন্ত জেলে

১৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত হল। ব্যাঙ্কশাল কোর্টে রবিবার ইডি তাঁকে হাজির করলে আদালত এই নির্দেশ দেন। কালীপূজোর দিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী  রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে  জেলে গেলেন। মন্ত্রীর জেল হেফাজতের নির্দেশ নিয়ে অবশ্য তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া নেই। পাল্টা বিরোধীরা তাদের চিরাচরিত ভাষা ও ভঙ্গিতে জ্যোতিপ্রিয় ও তৃণমূলের সমালোচনা করেছে।

ব্যাঙ্কশাল কোর্ট থেকে বার হওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, আপাতত ইডির হাত থেকে মুক্তি পেলাম। কার দায় পড়ে বলব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোর্ট লক-আপ থেকে শুনানিতে আসেন জ্যোতিপ্রিয়।
এদিন ইডির তরফে আদালতে জানান হয়, জ্যোতিপ্রিয় মল্লিককে মেয়ে ও স্ত্রীর মুখোমুখি বসিয়ে জেরার সময় মন্ত্রী স্বীকার করেন, তিনিই তিনটি কোম্পানির ডিরেক্টর করেন স্ত্রী ও মেয়েকে। এই কোম্পানির নামেই বাকিবুরের কাছ থেকে সুদ ছাড়া ৯ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে জ্যোতিপ্রিয় তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নির্দেশ দেন ওই তিন কোম্পানি বন্ধ করে দিতে।
এদিন কমান্ড হাসপাতাল রবিবার জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করে জানান হয়,তিনি স্থিতিশীল, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
এদিকে জ্যোতিপ্রিয় ও তাঁর আইনজীবী বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের বাম পা ও হাত অসার হয়ে আসছে। তাঁর আইনজীবী জানান, আমরা মন্ত্রীর জামিনের আরজি করিনি। তাঁর শরীর খারাপ, যাতে ভালো করে চিকিৎসা হয় আদালতে সেই আবেদন জানিয়েছি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!