- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৩
পুজোর মুখে দ্বিতীয়ার দিন বিধানসভা অধিবেশন বসছে, পেশ হচ্ছে মন্ত্রী, বিধায়কদের বেতনবৃদ্ধি বিল

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন। তবে সেই সিদ্ধান্ত কার্যকর করতে হলে বিধানসভায় বিল আনতে হয়। রাজ্য সরকার চাইছে পুজোর আগেই বিধায়কদের বেতন বাড়িয়ে দিতে। সেই লক্ষ্যে একপ্রকার নজিরবিহীনভাবে দ্বিতীয়ার দিন বসতে চলেছে বিধানসভার অধিবেশন। জানা গিয়েছে শুধুমাত্র বিধায়কদের বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করার জন্যই একদিনের এই বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। তাই পুজোর মুখে বসতে চলেছে বিধানসভার অধিবেশন। বিধানসভা সূত্রে এই খবর জানা গেছে।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানেই মুখ্যমন্ত্রী মন্ত্রী,বিধায়কদের বেতন বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিতে বলেন মন্ত্রিসভার সদস্যদের। তার পরই ঠিক হয়, সোমবার দ্বিতীয়ার দিন বিধানসভার অধিবেশন বসবে। দুটি বিলে সংশোধনী আনা হবে একদিনের এই অধিবেশনে। বিল দুটির মধ্যে রয়েছে The Bengal Legislative Assembly (Members emoluments) Act 1937। এই বিলটি হল বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অপরটি হল West Bengal Salaries And Allowances Act 1952। এই বিলটি মন্ত্রীদের বেতন বৃদ্ধির জন্য। তবে সোমবার অর্থাৎ দ্বিতীয়ার দিন এই বিল পাশ হলেই যে সেই বিল পুজোর আগে আইনে পরিণত হবে সেটা নিশ্চিত নয়। কারণ বিধানসভায় কোনও বিল পাশ হলে সেটা আইনে পরিণত করার জন্য রাজ্যপালের সই প্রয়োজন। তাই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই বিলটি আইনে পরিণত হবে না। তাই পুজোর আগে মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি কার্যকর হওয়া মোটেই নিশ্চিত নয়।
❤ Support Us