Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২, ২০২৪

‌প্রতিবাদ মিছিলেই যৌন হেনস্থা, ধৃত এক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌প্রতিবাদ মিছিলেই যৌন হেনস্থা, ধৃত এক

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ন্যায় বিচারের দাবিতে রবিবার রাস্তায় নেমেছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা ও নাগরিক অধিকার কর্মীরা। হাজার হাজার মানুষ রবিবার একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। আর সেই প্রতিবাদ মিছিলেই ঘটল দু’‌দুটি যৌন হেনস্থার ঘটনা। একটি ঘটনায় অভিযুক্তরা পালিয়ে গেলেও অন্য একটা ঘটনায় ধরা পড়ল অভিযুক্ত।

প্রথম ঘটনাটি ঘটে সন্ধের দিকে। বাংলা চলচ্চিত্র জগতের শিল্পিদের প্রতিবাদ মিছিলে ভিড়ের মধ্যে এক যুবক একজন মহিলার সঙ্গে অশালীন আচরণ করে। ভিডিও ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। ধর্নাস্থল থেকেই আন্দোলনকারীরা পুলিশে অভিযোগ জানায়। পুলিশ অভিযোগকারীদের কাছে আবেদন জানায়, ঘটনার ভিডিও কারও কাছে থাকলে সেটি তাদের দিয়ে সাহায্য করার জন্য। সেই ভিডিও ক্যামেরায় যৌন হেনস্তার ঘটনা ধরা পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি।

দ্বিতীয় শ্লীলতাহানির ঘটনা ঘটে রাত ১০ টা নাগাদ। রানি রাসমনি এভিনিউয়ে সারারাতব্যাপী অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পিরা। অবস্থান কর্মসূচির মধ্যে এক যুবক মত্ত অবস্থায় এক মহিলার শ্লীলতাহানি করে। অবস্থানকারীরা ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে। তারপর পুলিশের হাতে তুলে দেয়। কলকাতা পুলিশের এক কর্তা জানান, ‘‌অভিযুক্ত তাপস পাল কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি এভিনিউ পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটছিল। সে নেশাগ্রস্থ ছিল এবং অভিযোগকারীকে অশালীনভাবে স্পর্শ করেছিল। অভিযুক্তকে রানি রাসমনি এভিনিউ থেকে গ্রেপ্তার করা হয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!