Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৭, ২০২৩

গীতালদহে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত শাসক দলের ৫, মৃত ১। অভিযোগের নিশানায় কেন্দ্রীয় মন্ত্রী। অস্বীকার পদ্মর

আরম্ভ ওয়েব ডেস্ক
গীতালদহে বিজেপি-তৃণমূল সংঘর্ষে  আহত শাসক দলের ৫, মৃত  ১। অভিযোগের নিশানায় কেন্দ্রীয় মন্ত্রী। অস্বীকার পদ্মর

কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর দিনহাটার গীতালদহে বিজেপির হতে আক্রান্ত তৃণমূলের ৫ কর্মী। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছ। তিনি শাসকদলের  কর্মী বলে  জানা গিয়েছে । আর একজনের অবস্থা অতি সঙ্কটজনক। সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার অভিযোগ,  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উাস্কানিতে বিজেপি এই ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকা সফর করে নিশীথ প্রামাণিক ঘুরে এসেই এই সন্ত্রাস করাচ্ছেন। বাংলাদেশ থেকে দুস্কৃতীদের এনে এই হামলা চালাচ্ছেন।

বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূলের এই অভিযোগের তীব্র সমালোচনা করে বলেছেন, “তৃণমূলের টিকিট দেওয়া নিয়ে কোন্দলের জেরে এই সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে। এখন সিতাই, লাটাগুড়ি, দিনহাটায় যা ঘটছে তার সব দায় নিশীথ প্রামাণিকের উপর চাপানো হচ্ছে। এটাই তৃণমূলের বর্তমান নীতি।”

ঘটনাস্থলে সকালেই উপস্থিত হয়েছেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। সংবাদ সংস্থার খবর, মঙ্গলবার সকালে কোচবিহারের গীতালদহে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।  তাতে ৫ জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে বাবু হক নামের এক ব্যক্তির  মৃত্যু হয়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আসার পর এখন পরিস্থিতি শান্তিপূর্ণ বলে স্থানীয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়  তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গীতালদহে একটি বাড়িতে তৃণমূল কর্মীরা ছিলেন। তখন এলাকার  বিজেপি সমর্থক বলে পরিচিত একদল লোক  তাদের ওপর হামলা চালায়, গুলি করে। এই ঘটনার পর আহতদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। এরপর আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর আহত ও গুলিবিদ্ধদের কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলের চিন্তার পারদ পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততোই চড়ছে। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রথম প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় এই কোচবিহার থেকেই শুরু করেছেন। হুঙ্কার দিয়ে বলেছেন, “হাতাখুন্তি লইয়া, বিজেপিরে দেও তাড়াইয়া।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গুন্ডা, দক্ষিণ আফ্রিকায় ঘুরছেন বলে সমালোচনা করেছেন। এর পরের দিনই পঞ্চায়েত নির্বাচনের ১১ দিন আগে আরও এক ব্যক্তির প্রাণ ঝরে গেল। এই নিয়ে পঞ্চায়েত ভোটের বলি হলেন আমাদের ১১ জন সহ-নাগরিক। তৃণমূল না বিজেপি কোচবিহারের পঞ্চায়েতের ক্ষমতা দখল করবে তা ১১ জুলাই জানা যাবে। তবে এরই মধ্যে অকালে আরো  অনেক প্রাণ যে ঝরবে না তা  শাসকদল বা নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারবে? প্রশ্ন সেটাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!