শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বারাকপুরকাণ্ডের ২ দিন পর ১ অভিযুক্ত গ্রেফতার বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশের জালে ধরা পড়া এই অভিযুক্তের নাম সানি। পরে অবশ্য জানা যায় সানির আসল নাম সাফিক। তাকে রহরা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। সানিকে নিয়ে আসা হয়েছে টিটাগড়ে। এরপর জামসেদ আনসারি নামে আরও এক অভিযুক্তকে মুরারই থেকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি ২ অভিযুক্তের সন্ধান করছে পুলিশ।পাশাপাশি সানিকে জিজ্ঞাসাবাদ করেও বাকিদের হদিশ মিলতে পারে বলে পুলিশের অনুমান। সানি কামারহাটি বাসিন্দা বলে জানা যাচ্ছে। সে ঘটনার পর আত্মগোপনের জন্য মাথা নেড়া করে ফেলেছিলেন। তাও শেষ রক্ষা হল না।
বারাকপুরের ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের ধারেই রয়েছে সিংহ জুয়েলার্সে বুধবার চার দুষ্কৃতীর হামলায় দোকান মালিকের ছেলে নীলাদ্রি সিনহা গুলিবিদ্ধ হয়ে মারা যান। দোকান মালিক মালিক নীলরতন সিনহা ও তাঁর কর্মচারীরা আক্রান্ত হন।
এদিকে ব্যারাকপুরের নিরাপত্তা নিয়ে ধারাবাহিক ভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে চলেছেন স্থানীয় তৃণমূল সংসদ অর্জুন সিং। তিনি শুক্রবার বলেছেন, “আমার নিরাপত্তা নিয়ে আমি ঘুরছি অথচ এই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নেই।” জেল কর্মীরা তোলাবাজি চক্র চালাচ্ছে বলেও শুক্রবার অর্জুন সিং অভিযোগ করেন। বৃহস্পতিবার অর্জুন সিং মৃত নীলাদ্রি সিনহার বাড়িতে দেখা করতে যান। তার পর তিনি বলেন, “পুলিশের নিচুতলার সঙ্গে দুষ্কৃতীদের সম্পর্ক রয়েছে। আর তার ফলেই এসব হচ্ছে। এরকম হলে মানুষের আমাদের ওপর থেকে আস্থা চলে যাবে।”
এদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে অর্জুন সিং প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি সরজুন সিংহের বক্তব্যের দায় নেননি। পাল্টা তিনি বলেছেন, “ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর।”
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34