Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৪

দ্বিগুণ সুদের টোপ দিয়ে অনলাইন অ্যাপে লাখ টাকা প্রতারণা

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিগুণ সুদের টোপ দিয়ে অনলাইন অ্যাপে লাখ টাকা প্রতারণা

চড়া সুদ প্রাপ্তির লোভ দেখিয়ে মোবাইলে অনলাইন অ্যাপের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা প্রতারণার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য কালনায়। বিহিত চেয়ে প্রতারিতরা কালনা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন ও অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন। কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল বললেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির তদন্ত হবে।’

কালনার হালদারপাড়ার বাসিন্দা মৌসুমী রায় নামে এক অভিযোগকারীর সঙ্গে কথা বলে জানা গেল, ২০২৩ সালের জুলাই মাসে প্রতিবেশী আসুরঞ্জন শিকদার তাদেরকে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা রাখার টোপ দেয়। প্রতিশ্রুতি দেয়, মাসিক ১২ শতাংশ সুদের হারে টাকা ফেরত দেবে। এরপর নির্দিষ্ট অ্যাপে মৌসুমীর স্বামী কৌশিক সরকার ২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬৬ হাজার টাকা) জমা দেন। মৌসুমীর মা-ও ২ লক্ষ ৪৯ হাজার টাকা জমা করেন। মৌসুমীর বোনও বোনও টাকা বিনিয়োগ করে। পরপর তিনমাস নির্ধারিত সুদের হারে টাকা পাওয়ার পর টাকা পাওয়া বন্ধ হয়ে যায়। এতে ‘মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়’ বলে দাবি মৌসুমীর।

মৌসুমীর কথায়, ‘জমা টাকা ফেরত পাওয়ার জন্য  ওই ব্যাক্তির বাড়ি পর্যন্ত যাই। কিন্তু নানা অছিলায় আমাকে উনি ফিরিয়ে দেন। এখন টাকা চাইতে গেলেই ওই ব্যক্তি হুমকি দিচ্ছেন বলে বিহিত চাইতে মহকুমাশাসকের কাছে এসেছি।’ একই অভিযোগ কালনার রাইপাড়ার বাসিন্দা প্রহ্লাদ মন্ডলেরও। তাঁর দাবি, ওই অ্যাপের মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!