Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ২৪, ২০২৪

মহাকাশে আবিষ্কৃত বিপজ্জনক যান্ত্রিক গোলযোগ, ঘরে ফেরার দিন পিছলো সুনীতার

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকাশে আবিষ্কৃত বিপজ্জনক যান্ত্রিক গোলযোগ, ঘরে ফেরার দিন পিছলো সুনীতার

মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ‘মর্ত্যে ফেরা’র দিন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। যাত্রার শুরুতে যেমন যান্ত্রিক ত্রুটির জন্য তা প্রায় এক মাস পিছিয়ে গিয়েছিল, তেমনই এবার ফেরার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেই যান্ত্রিক ত্রুটিই। ফলে জুলাইয়ের আগে পৃথিবীর মাটিতে পা রাখা হচ্ছেনা তাঁর।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার তরফে জানা গেছে , মহাকাশযান বোয়িং সি এস টি – ১০০ স্টারলাইনারের মধ্যে কিছু যান্ত্রিক গোলযোগ খুঁজে পাওয়া গেছে। যানে পাঁচটি থ্রাস্টার চলাচলের সময় আচমকা কাজ করা বন্ধ করে দেয়। পাশাপাশি হিলিয়াম গ্যাসের কতগুলি ছিদ্র খুঁজে পাওয়া গেছে, যা মেরামত করতে জুলাই মাস পর্যন্ত সময় লাগবে। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশন থেকে বাড়ি ফিরতে পারবেন না সুনীতা।
জুনের পাঁচ তারিখে নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোরকে নিয়ে বিমানটি আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে পৌঁছায় । প্রথমে জুনের ১৪ তারিখে ফেরার কথা থাকলেও তা পিছিয়ে জুনের ২৬ তারিখ করা হয়। শুক্রবার নাসার তরফে জানানো হয় যে জুনের ২৬ এও ফেরা হবেনা তাঁদের। সব মিলিয়ে তা জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে, যদিও মার্কিন মহাকাশ সংস্থাটির তরফে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি ।
নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, স্পেস স্টেশনে ডক করার সময় স্টারলাইনার ভালো কাজ করছে। এই অতিরিক্ত সময়, যানের যন্ত্রপাতি পরীক্ষার কাজে লাগবে, যা ভবিষ্যতের অভিযানে কাজে লাগবে। যদিও উদ্বেগের বিষয় যে মহাকাশযান বোয়িং সি এস টি – ১০০ স্টারলাইনারে আর মাত্র সাতাশ দিনের জ্বালানি অবশিষ্ট আছে। মহাকাশযান বোয়িং সি এস টি – ১০০ স্টারলাইনারের প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপি জানিয়েছেন, হিলিয়াম সিস্টেম তার প্রকৃত ডিজাইন অনুযায়ী ঠিকমত কাজ করতে পারছেনা। এই সমস্যার সমাধান করা সর্বাগ্রে প্রয়োজন। এখন দেখার সুনীতা উইলিয়ামস আর তাঁর সঙ্গী নভশ্চর ঠিক কতদিনের মধ্যে মহাকাশ থেকে আবার এই সুজলা সুফলা শস্য শ্যামলা ধরাভূমিতে ফিরে আসতে পারেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!