- এই মুহূর্তে দে । শ
- মে ১, ২০২৩
বিধায়ক পদ থেকে পার্থের পদত্যাগ : ডিওয়াইএফআই-এর সমীক্ষায় সাড়া নেই সংখ্যাগরিষ্ঠের। সিপিএমের দাবি, প্রতীকি গণভোটের রায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে

জেলবন্দী প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ থেকে পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব সিপিএম। এ ব্যাপারে মানুষের মতামত জানতে বেহালা পশ্চিমে গণসমীক্ষার আয়োজন করে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই। সমীক্ষার ফলাফল যাই হোক, লক্ষ্যণীয় বিষয় হল, ভোটে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা। তিন লক্ষাধিক ভোটারের কেন্দ্রে নিজেদের রায় জানিয়েছেন মাত্র ৪৬১ ।
এলাকার এক সিপিএম নেতার কথায়, রাস্তার ওপর গণভোট গ্রহণের ব্যবস্থা করায় বহু মানুষ এতে অংশগ্রহণ করতে অস্বস্তিবোধ করছিলেন। তাছারাও একটি মাত্র ওয়ার্ডের যুব সংগঠনের কর্মীরা এই গণভোটের আয়োজন করেছিল, তাই এই ভোটে সে ভাবে মানুষের অংশগ্রহণ হয়নি। আসলে গণভোট ছিল প্রতীকী। তৃণমূলের অবশ্য এলাকায় র জনভিত্তির অভাবকেই এরজন্য একমাত্র দায়ী করছেন। স্থানীয় এক নেতার কথায়, নিজেদের কৌশলেই দলের মুখোশ খুলে গিয়েছে। গণভোট নিতে গিয়েই ওদের জনগণের থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা প্রকাশ পেয়ে গিয়েছে।
সিপিএম নেতারা অবশ্য ৪৬১ জনের মতকে তুচ্ছ করতে নারাজ। দলের প্রাক্তন এক নেত্রীর কথায়, প্রতীকী গণভোটের আয়োজন করে তাঁরা সাধারণ মানুষকে বার্তা দিতে চেয়েছিলেন যে, নিয়োগ দুর্নীতির মতো প্রাতিষ্ঠানি দুর্নীতির বিরুদ্ধে সবার একজোট হওয়া প্রয়োজন। তাই এত কম ভোট কেন পড়েছে তা নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন। তবে, নেতাদের ব্যাখ্যা যাই হোক, প্রধান বামপন্থী দলের ডাকে আয়োজিত সমীক্ষায় মানুষের এত কম অংশগ্রহণ তাঁদের প্রচারিত ক্রমবর্ধমান জনসমর্থনের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
❤ Support Us