Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ৬, ২০২৩

যৌনতা সুন্দর, তথ্যচিত্রে জানালেন পোপ ফ্রান্সিস । ক্যাথলিক ধর্মগুরুকে দশ যুবকের প্রশ্ন, জবাবে অকপট, সংশয়হীন অশীতিপর প্রাজ্ঞ,

যৌন অনুভূতি থেকে বিচ্যুতি মানেই আত্মদমন

আরম্ভ ওয়েব ডেস্ক
যৌনতা সুন্দর, তথ্যচিত্রে জানালেন পোপ ফ্রান্সিস । ক্যাথলিক ধর্মগুরুকে দশ যুবকের প্রশ্ন, জবাবে অকপট, সংশয়হীন অশীতিপর প্রাজ্ঞ,

চিত্র : সংবাদ সংস্থা

যৌনতার নান্দনিক দিকগুলোর প্রশংসা করলেন পোপ ফ্রান্সিস। ‘দ্য পোপ অ্যানসার্স’ শিরোনামে তথ্যচিত্রে এক প্রশ্নের জবাবে ক্যাথলিক ধর্মগুরু বলেছেন, যৌনতা অসুন্দর নয়,তার কয়েকটি সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

পোপকে নিয়ে আলাদা তথ্যচিত্রটির প্রযোজক ডিজনিপ্লাস প্রোডাকশন। এতে দেখানো হয়, ১০ তরুণের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন ৮৬ বছর বয়সী ধর্মগুরু ফ্রান্সিস। তারা প্রশ্ন করছে, খোলাখুলি উত্তর দিচ্ছেন তিনি, কোথাও জড়তা নেই, সংশয় নেই। বাক্যালাপে সুদক্ষ এবং সংযত। একটি প্রশ্নের জবাবে ফ্রান্সিস সরাসরি জানালেন, ঈশ্বর মানুষকে যা যা দিয়েছেন তার মধ্যে যৌনতা শরীর ও মনের অন্যতম সুন্দর বিষয়।

পোপের এই বক্তব্য লোসের ভাতুরে সংবাদ পত্রে ছাপা হয়েছে। এ নিয়ে বিতর্ক নেই। অহেতুক হাসির খোরাকও হয়নি তাঁর এ মন্তব্য, উদার পশ্চিমী সমাজ মুক্ত মনে মেনে নিয়েছে। পোপ ফ্রান্সিসের আগে কোনো খ্রিষ্টান ধর্মগুরু যৌনতাকে নিয়ে এরকম মন্তব্য করেন নি। ফ্রান্সিস হস্তমৈথুন প্রসঙ্গে বলেছেন, যৌনতার মাধ্যমে নিজেকে প্রকাশ করা জরুরি। যৌন অনুভুতি থেকে বিচ্যুতি মানুষকে দমিয়ে দেয়, তাঁর ঐশ্বর্যকে কমিয়ে ফেলে। পোপকে প্রশ্ন করা হয়েছিল, যে ব্যক্তি নারী নয়, পুরুষও নয়, তাঁর সম্পর্কে তিনি কতটা অবগত। এ প্রশ্নের জবাব দেননি তিনি। কিন্তু ক্যাথলিক চার্চে এলজিবিটিদের স্বাগত জানিয়ে বলেছেন, নারী-পুরুষ নির্বিশেষে সব ব্যক্তিই ঈশ্বরের সন্তান। ঈশ্বর কাউকে প্রত্যাখান করেন না, তিনি পিতা। অতএব চার্চ থেকে কাউকে বাদ দেওয়ার অধিকার আমার নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!