- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৩
অযোধ্যায় রাম রাজনীতিকে ঘিরে মোদিকে কটাক্ষ বিরোধীদের
রামমন্দিরকে সামনে রেখে বিজেপি যখন একদিকে ২০২৪-এর নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে তখন অন্যদিকে বিরোধীরা নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করতে কালক্ষেপ করেননি।
শনিবার অযোধ্যায় মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর, রামধাম রেলওয়ে জংশন, ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বোঝাই যাচ্ছে রামমন্দিরকে সামনে রেখে ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে যাবতীয় প্রচার এ ভাবেই শুরু করে দিলেন নরেন্দ্র মোদি। তাই নরেন্দ্র মোদিকে নিচিন্তে এই প্রচার থেকে লাভ তুলতে যে বিরোধীরা মোটেই দেবে না সেটাই স্বাভাবিক।
তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধি, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সবাই মোদির সমালোচনায় মুখর হলেন।
‘गरीबों की सवारी’ भारतीय रेल के हर वर्ग का किराया बढ़ाया गया,
किराए में बुजुर्गों को मिलने वाली छूट तक खत्म कर दी गयी,
प्लेटफार्म टिकट के दाम बढ़ाए गए,
निजीकरण के द्वार खोल दिये गएजनता की मेहनत की कमाई से निचोड़ा जा रहा यह पैसा क्या ‘सेल्फी स्टैंड’ बनाने के लिए था?
भारत… pic.twitter.com/avjCFQ731U
— Rahul Gandhi (@RahulGandhi) December 30, 2023
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি তাঁর এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদির শনিবারের অযোধ্যার কর্মসূচির সমালোচনা করে লেখেন, “গরিবের সওয়ারী ভারতীয় রেলের সর্বস্তরের ভাড়া বাড়ান হয়েছে। এমন কি বয়স্কদের জন্য ট্রেনের ভাড়ায় যে ছাড় ছিল, তাও বাতিল করা হয়েছে। রেলকে বেসরকারীকরণের দরজা খুলে দিয়ে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছে। কমেছে গরিবের জন্য ট্রেন। সেলফি স্ট্যান্ড বানানোর জন্য মানুষের কষ্টার্জিত টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে। ভারতের মানুষ কী চায়? কম দামে গ্যাস সিলিন্ডার, সহজে রেল ভ্রমণ না কী শাহেনশাহর মূর্তির সঙ্গে সেলফি?”
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রামমন্দির নির্মাণের বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, তাই সেই বিষয়টিতে প্রবেশ না করে বলেন, “রাম ভারতের দেবতার সমতুল্য। কারও মৃত্যু হলে রাম নাম সত্য হ্যায় বলা হয়। মহাত্মা গান্ধি মৃত্যুর মুহূর্তে শেষ যে শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করেন তা হল, হে রাম। সুপ্রিম কোর্টের ফয়সালার পর রামমন্দির হল, তাতে কারও কোনও অভিযোগ নেই। তবে রামমন্দির ও রামমন্দিরকে নিয়ে রাজনীতি এক হতে পারে না। এতে রামের মাহাত্ম্য খাটো হয়ে যায়।”
#WATCH | Shiv Sena (UBT) MP Sanjay Raut says, “I had said that Congress will have to start from zero, I did not say that Congress is zero. Congress does not have a single MP in Maharashtra. We had 18 MPs but some left and we’ve 6 MPs now. Our alliance is there with Congress and… pic.twitter.com/qkU6eYc2bp
— ANI (@ANI) December 30, 2023
মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি নলেন, “লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি রামকে প্রার্থী করুন।”
ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা বলেন, “এসব না করে দেশের সম্প্রীতির ভিত মজবুত করা জরুরি।”
তৃণমূল নেতা ও কলকাতার মেয়র অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে শনিবার অযোধ্যায় রেলস্টেশন, বন্দে ভারত, অমৃত ভারত ট্রেন, মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর ও ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, “এসব হচ্ছে মরনকালে হরির নাম। আমরা রামকৃষ্ণদেবের মতবাদ যত মত, ততো পথে বিশ্বাস করি, সবাইকে নিয়ে চলায় বিশ্বাস করি। গতকাল রাতে আমার দাদা বন্দে ভারতে কলকাতায় এসেছেন, ট্রেন ৪ ঘণ্টা লেট। ট্রেনের গতি ও ট্রেন লাইনের মধ্যে সামঞ্জস্য নেই। উচ্চগতিতে যখন ট্রেন চলছে, ট্রেটটি তখন থরথর করে কাঁপছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। রেলের সুরক্ষায় নজর না দিয়ে সেলফি পয়েন্টের দিকে নজর দিচ্ছে নরেন্দ্র মোদির সরকার।
❤ Support Us