- দে । শ
- মে ১৮, ২০২৪
উন্নয়ণের প্রচার, রাজ্য বিজেপির সোশ্যাল পোস্টে সিঙ্গাপুর মেট্রাের ছবি ! কটাক্ষ বিরোধীদের
প্রধানমন্ত্রী এবং তাঁর দল বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি আর বিজ্ঞাপন ঘিরে নির্বাচনী প্রচার সভায় বরাবরই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । বিজেপির নির্বাচনী বিজ্ঝাপন নিয়ে বলেছেন, ‘ওগুলো সবই জুমলা, নকলি সাইনবোর্ড, পাবলিক ধোকা ।’ এবার ভারতীয় জনতা পার্টির এক সোশ্যাল পোস্ট কে ঘিরে শুরু নতুন বিতর্ক ।
নির্বাচনী প্রচারে গত একদশকের উন্নয়নকে হাতিয়ার করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি । একের পর এক দলীয় বিজ্ঞাপন ছড়িয়ে দিয়েছে স্যোশাল মিডিয়ায় । ১২ মে পশ্চিমবঙ্গ বিজেপির সোশ্যাল সাইট এক্সে দেশে মেট্রো রেলের প্রসার নিয়ে একটি পোস্ট করা হয় । সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির সঙ্গে মেট্রো লাইনের ছবি দিয়ে রাজ্য বিজেপির তরফে লেখা হয়েছে, ‘ কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা? কংগ্রেস করবে আর বিজেপি করবে। ২০১৪ সালের আগে দেশে পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল। মোদির হাত ধরে দেশের ২০টি শহরে মের্ট্রো পরিষেবা পৌঁছে গেছে। ‘ এবার পোস্টের ছবি নিয়েই বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছে বিজেপি । সোশ্যাল পোস্টে মোদির সঙ্গে যে মেট্রো লাইনের ছবি পোস্ট করা হয়েছে, তা আসলে সিঙ্গাপুর মেট্রোর, অভিযোগ তূণমূলের । এই ভুলকেই এবার রাজনৈতিক হাতিয়ার করল তারা । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, প্রচারে মোদি বলেছেন, ২০টি শহরে নাকি মেট্রোর সম্প্রসারণ হয়েছে । এজন্য মোদির সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে তা ভারতীয় মেট্রোর নয়, ছবি সিঙ্গাপুরের । তার মানে এটাও মিথ্যে প্রচার । এরপরই ভারতীয় জনতা পার্টিকে জালি পার্টি বলে কটাক্ষ করে তূণমূল নেত্রী শশী পাঁজা বলেন, ‘বক্তব্য মিথ্যে, গ্যারান্টি মিথ্যে, প্রতিশ্রুতি মিথ্যে। এই দলটার আছে টা কী ?’
কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা?
কংগ্রেস বলবে, বিজেপি করবে! #Vote4BJP #PhirEkBaarModiSarkar pic.twitter.com/Jmmb9ngsfK
— BJP West Bengal (@BJP4Bengal) May 12, 2024
দেশের শেষ তিনদফা ভোটে ‘মোদির সিঙ্গাপুর মেট্রো কাহিনী’ যে বিরোধীদের আক্রমণের অন্যতম ইস্যু হবে তা স্পষ্ট করেছেন শশী পাঁজা । বিজেপির সোশ্যাল পোস্টে এরকম ভ্রান্তি এর আগেও দেখা গেছে । উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে উন্নয়ণের দূষ্টান্ত দিতে গিয়ে একইভাবে বিদেশের ছবির সঙ্গে যোগী আদ্যিনাথের ছবি পোস্ট করা হয়ছিল। তখনও বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল বিজেপি
❤ Support Us