Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১৩, ২০২২

দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেও এখনই বিশ্রাম নয়, জানিয়ে দিলেন নমো

আরম্ভ ওয়েব ডেস্ক
দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেও এখনই বিশ্রাম নয়, জানিয়ে দিলেন নমো

ভারুচে ‘উৎকর্ষ সমারোহে’ ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ই তিনি বলেন, ‘একবার একজন নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার। তিনি একজন অত্যন্ত সিনিয়র নেতা। তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু আমি তাঁকে শ্রদ্ধা করি। একদিন তিনি আমার সঙ্গে দেখা করলেন, কয়েকটি ইস্যু নিয়ে কথা বলার ছিল। তখনই তিনি বলেন, ‘মোদিজি, আপনি আর কী চান? দেশ তো আপনারে দু’বার প্রধানমন্ত্রী বানিয়ে দিল।’ তিনি ভেবেছিলেন দু’বার প্রধানমন্ত্রী হওয়াটা বুঝি বিরাট প্রাপ্তি। কিন্তু তিনি জানতেন না মোদি কী দিয়ে তৈরি… গুজরাটের মাটিই আমাকে নির্মাণ করেছে । এখনই আমার বিশ্রাম নেওয়ার মতো কিছু হয়নি।’

এরপরই তিনি বলেন, দেশে সরকারি প্রকল্পগুলির ১০০ শতাংশ রূপায়ন ঘটানোই তাঁর লক্ষ্য। তার আগে তিনি বিশ্রাম নিতে রাজি নন। যা থেকে আগামী লোকসভা নির্বাচনেও বিজেপির ‘প্রধানমন্ত্রীর মুখ’ হিসেবেই নিজেকে দেখতে চান মোদি। এই বার্তা কি পরোক্ষে দলের অন্য সিনিয়র নেতাদেরও দিয়ে রাখলেন তিনি? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

মোদি বলেন, যখন তিনি ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, সেই সময় অর্ধেক দেশ শৌচাগার, টিকাকরণ, বিদ্যুৎ, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বহু দূরে ছিল। কিন্তু এই কয়েক বছরে সকলের প্রচেষ্টায় বহু প্রকল্পই ১০০ শতাংশ কার্যকর হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, তিনি রাজনীতি করতে আসেননি, জনসেবাই তাঁর পরম ধর্ম ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!